Advertisement

দক্ষিণ কোরিয়ায় এবার 'কাঁচা বাদাম' গান! মা-মেয়ের নাচের ভিডিও Viral

দক্ষিণ কোরিয়ার (South Korea) ওই মেয়েটির নাম ড্যাশম হার। ভিডিওতে তাঁকে ও তাঁর মা-কে কাঁচা বাদাম গানের সঙ্গে স্টেপস করতে দেখা যাচ্ছে। তাঁরা যে বেশ আনন্দের সঙ্গেই গানটিতে নাচছেন তা তাঁদের দেখেই বোঝা যাচ্ছে। 

কাঁচা বাদাম গানে নাচকাঁচা বাদাম গানে নাচ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Jan 2022,
  • अपडेटेड 8:56 AM IST
  • 'কাঁচা বাদাম' গানে নাচলেন দক্ষিণ কোরিয়ার মা-মেয়ে
  • গানের তালে রীতিমতো স্টেপস করলেন তাঁরা
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে ভাইরাল হওয়া 'কাঁচা বাদাম' গানটি (Kancha Badam Song) এখনও মানুষের মুখে মুখে ফিরছে। এরইমাঝে সেই গানটিতে নাচলেন দক্ষিণ কোরিয়ার এক মা ও তাঁর মেয়ে। কাঁচা বাদাম গানে ওই মা-মেয়ের নাচের ভিডিওটিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

দক্ষিণ কোরিয়ার (South Korea) ওই মেয়েটির নাম ড্যাশম হার। ভিডিওতে তাঁকে ও তাঁর মা-কে কাঁচা বাদাম গানের সঙ্গে স্টেপস করতে দেখা যাচ্ছে। তাঁরা যে বেশ আনন্দের সঙ্গেই গানটিতে নাচছেন তা তাঁদের দেখেই বোঝা যাচ্ছে। 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষ দেখে ফেলেছেন সেটি। লাইক করেছেন ৪ হাজারের বেশি ইউজার। মা-মেয়ের নাচ দেখে বিভিন্ন কমেন্টও করতে দেখা গিয়েছে নেটিজেনদের। 

আরও পড়ুন

প্রসঙ্গত, সম্প্রতি ভূবন বাদ্যকর নামে এক বাদাম বিক্রেতার এই গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral Video) হয়। তারপরেই জনপ্রিয় হয়ে যান ওই বাদাম বিক্রেতা। আর এবার তাঁর গান দেশের সীমারেখা ছাড়িয়ে বিদেশেও। 

 

Read more!
Advertisement
Advertisement