Advertisement

Kedarnath Temple Dog Video: কাল ভৈরবের বাহনকে কেদারনাথে নিয়ে গিয়ে হুমকির শিকার শিবভক্ত দম্পতি

Kedarnath Temple Viral Video of Dog: গত কয়েকদিন ধরে নেট মাধ্যমে ঘুরছে কয়েকটি ভিডিও। ওই ভিডিও দেখা যাচ্ছে একটি কুকুরকে নিয়ে কেদারনাথে ঘুরতে গিয়েছিলেন শিবভক্ত স্বামী-স্ত্রী। মন্দিরে নন্দীর পা কুকুরকে দিয়ে স্পর্শ করানো হচ্ছে। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।

কেদারনাথে কুকুর বিতর্ক। কেদারনাথে কুকুর বিতর্ক।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 May 2022,
  • अपडेटेड 12:32 PM IST
  • কেদারনাথে সারমেয়।
  • আপত্তি নেটিজেনদের একাংশের।
  • কুকুরের প্রতিপালকের সাফাই।

ভোলেবাবার আর এক রূপ কালভৈরবের বাহন কুকুর। অথচ ভোলেবাবার বাহনকে কেদারনাথ মন্দিরে নিয়ে গিয়ে কটাক্ষের মুখে পড়েছে বাবার ভক্ত এক দম্পতি। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হয়েছে। গত কয়েকদিন ধরে নেট মাধ্যমে ঘুরছে কয়েকটি ভিডিও। ওই ভিডিও দেখা যাচ্ছে একটি কুকুরকে নিয়ে কেদারনাথে ঘুরতে গিয়েছিলেন শিবভক্ত স্বামী-স্ত্রী। মন্দিরে নন্দীর পা কুকুরকে দিয়ে স্পর্শ করানো হচ্ছে। এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ। শুধু তাই নয়, এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করেছে বদ্রি-কেদার মন্দির কমিটি। মন্দির কমিটির সভাপতি অজেন্দ্র অজয়ের নির্দেশে, কমিটির সিইও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
        
কথিত আছে, কেদারনাথ মন্দির তৈরি করেছিলেন পাণ্ডবরা। পাণ্ডবদের সঙ্গে একটি জনপ্রিয় কাহিনিও চালু আছে। যুধিষ্ঠির, অর্জুনরা যখন স্বর্গযাত্রায় গিয়েছিলেন, তখন তাঁদের সঙ্গী হয়েছিল একটি কুকুরল। যুধিষ্ঠির সেই ভক্ত কুকুরটিকে স্বর্গে নিয়ে যেতে অনড় ছিলেন। সেই কুকুর আসলে ছিলেন ধর্মরাজ। অথচ কেদারনাথেই কুকুর নিয়ে যাওয়ায় হইচই পড়ে গিয়েছে। এই কুকুরটি হিমশি ত্যাগীর। তিনি থাকেন নয়ডায়। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, কুকুরটির সঙ্গে রয়েছেন তাঁর স্বামী রোহন ত্যাগী। হিমশি ত্যাগী জানিয়েছেন, তাঁর পোষ্য হুাস্কি জাতের। এটি রাশিয়ান প্রজাতি। নাম নবাব ত্যাগী। নিজের ছেলের মতোই কুকুরের লালনপালন করেন হিমশি।

নবাবের বয়স বর্তমানে চার বছর চার মাস। ২০১৮ সালে বেঙ্গালুরু থেকে এনেছিলেন। খরচ পড়েছিল ১ লক্ষ টাকা। তখন নবাবের বয়স ছিল মাত্র ৫০ দিন। কেদারনাথ মন্দিরের ভিডিওর আগে থেকে নেট মাধ্যমে জনপ্রিয় নবাব। হিমশি বলেন, টিকটকে পোষ্যর একটি অ্যাকাউন্ট ছিল। ইনস্টাগ্রামে তার ৭৬ হাজারেরও বেশি ফলোয়ার রয়েছে। হিমশির দাবি,  ভারতে প্যারাগ্লাইডিং করা প্রথম কুকুর নবাব। যে ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। সব জায়গায় নবাবকে নিয়ে যান হিমশিরা। তিনি জানান, আমরা যেখানেই যাই নবাবকে সঙ্গে নিয়ে যাই। ও আমাদের সঙ্গে মানালি, সিমলা, হরিদ্বার, বদ্রীনাথ গিয়েছে। অনেকবার ট্রেকিং করেছি। নবাবও আমাদের সঙ্গে থেকেছে। বিয়ে হোক বা অন্য কোনও অনুষ্ঠান, সে-ও আমাদের সঙ্গে যায়।

Advertisement

সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রোলিংয়ে ব্যথিত হিমশি৷ তিনি বলেন,'এসব হচ্ছে শুধু খালি নেট মাধ্যমে। কেদারনাথে সমস্ত লোক ওকে উষ্ণ স্বাগত জানিয়েছে। হিমশি বলেন, 'নবাব অতীতেও আমাদের সঙ্গে বহু মন্দিরে গিয়েছে। তবে কেদারনাথ বড় মন্দির। ভিড় ও নিরাপত্তা বেশি। আমি ভয় পেয়েছিলাম যে লোকেরা হয়তো কিছু বলতে পারে৷' দীর্ঘ ট্রেকিং করে (প্রায় ১৬ কিলোমিটার পায়ে হেঁটে) কেদারনাথে পৌঁছেছিল।

আরও পড়ুন

হিমশি এবং তাঁর স্বামী রোহন ত্যাগী কেদারনাথ মন্দিরে নবাবকে নিয়ে গিয়েছিলেন। হিমশির কথায়,'কেদারনাথে সবাই কুকুরটিকে অনেক ভালবাসা দিয়েছে। ওকে কেউ ভয় পায়নি। অনেকেই ছবি তুলছেন। ভক্তরা এমনকি পুরোহিতরাও ভাল আচরণ করেছেন। হিমশির মতে, কিছু লোক এমনকি নবাবের পা স্পর্শ করে বলেছিল যে তিনি ভৈরব বাবার রূপ। বয়স্ক ভক্তরাও নবাবকে ভাগ্যবান বলেছেন। তাঁরা আক্ষেপ করছিলেন, শেষ বয়সে কেদারনাথ দেখার সুযোগ হয়েছে।

হিমশি বলেছিলেন, ওই দিন মোট তিনটি কুকুর কেদারনাথে গিয়েছিল। এর মধ্যে দু'টি হাস্কি এবং একটি ল্যাব জাতের কুকুর। ল্যাবের কালো থাকায় সাধুরা বলছিলেন যে এ তো শনিদেবের রূপ। হিমশি আরও বলেন,'নবাব বা অন্য কোনো কুকুর মূল মন্দিরের ভেতরে যায়নি। তাদের শুধুমাত্র মন্দির চত্বরে নিয়ে যাওয়া হয়েছিল।'

হিমশি ত্যাগীর দাবি,ভিডিওগুলি ভাইরাল হওয়ার পরে তাঁকে সোশ্যাল মিডিয়ায় হুমকি দেওয়া হচ্ছে। উত্তরাখণ্ডে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নেটিজেনদের একাংশ। হিমশির বক্তব্য, তিনি অন্যায় করেননি। তাঁর স্বামী ও তিনি কুকুরদের লালনপালন করেন। অসুস্থ কুকুরদের সারিয়ে তোলেন। কেউ তাঁদের বাধা দিতে পারবে না।  

 

Read more!
Advertisement
Advertisement