Advertisement

গাজরের হালুয়া-লাড্ডু-কালাকাঁদ দিয়ে মোমো, দেখুন রেসিপি

সম্প্রতি ট্যুইটারে মোমো (Momo) নিয়ে তেমনই একটি গবেষণার ভিডিও প্রকাশিত হয়েছে। যা দেখে আপনি রীতিমতো অবাক হবেন। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে মোমোটি বেলা হচ্ছে। তারপর তাতে ২টি গুলাবজামুন, ২টি কালাকাঁদ, ২টি লাড্ডু ও কিছুটা গাজরের হালুয়া দেওয়া হয়। এরপর সমস্তটা দিয়ে তৈরি করা হয় একটি বড় মোমো। স্টিম হয়ে যাওয়ার পর চকোলেট সস দিয়ে খাওয়া হয় সেটি। 

ভাইরাল মোমো (সূত্র-সোশ্যাল মিডিয়া)
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Mar 2022,
  • अपडेटेड 6:33 PM IST
  • মোমো নিয়ে পরীক্ষা নিরীক্ষা
  • মিষ্টি দিয়ে তৈরি মোমো
  • ভিডিও ভাইরাল ট্যুইটারে

সারা দেশে অন্যতম জনপ্রিয় স্ন্যাক্স মোমো। ভেজ বা নন ভেজ, দুধরনেরই মোমো পাওয়া যায়। তবে ভোজন রসিকরা অবশ্য বিভিন্ন খাবারের মতো মোমো নিয়েও গবেষণা করেছেন। অনেক সময় সেই পরীক্ষা নিরীক্ষা মোমোকে আরও সুস্বাদু করেছে। কখনও আবার তা ব্যর্থ হয়েছে। 

সম্প্রতি ট্যুইটারে মোমো (Momo) নিয়ে তেমনই একটি গবেষণার ভিডিও প্রকাশিত হয়েছে। যা দেখে আপনি রীতিমতো অবাক হবেন। ভিডিওতে দেখা যাচ্ছে প্রথমে মোমোটি বেলা হচ্ছে। তারপর তাতে ২টি গুলাবজামুন, ২টি কালাকাঁদ, ২টি লাড্ডু ও কিছুটা গাজরের হালুয়া দেওয়া হয়। এরপর সমস্তটা দিয়ে তৈরি করা হয় একটি বড় মোমো। স্টিম হয়ে যাওয়ার পর চকোলেট সস দিয়ে খাওয়া হয় সেটি। 

ভিডিওটি ট্যুইটারে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল (Viral Video) হয়ে যায়। এখনও পর্যন্ত ৫৫ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। আর শুধু তাই নয় ভিডিওটি দেখে বিভিন্ন কমেন্টও দিয়েছেন তাঁরা। 

আরও পড়ুনমাথার চুলে পাখির বাসা! এই মহিলার গল্প জানেন?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement