Advertisement

মায়ের ভিক্ষার জমানো ৭০ হাজার কয়েন নিয়ে স্কুটার কিনতে হাজির নদিয়ার যুবক, তারপর?

রাকেশ পাঁড়ে নামে ওই যুবকের বাড়ি নদিয়ার ভীমপুর গোবরাপোতা মাছ বাজার এলাকায়। তাঁর মায়ের নাম বুলু পাঁড়ে। ভিক্ষাবৃত্তি করেই জীবিকা নির্বাহ করেন বুলু। এদিকে ছেলে রাকেশের শখ একটা স্কুটার কিনবে। তাই ছেলের শখ পূরণ করতেই ভিক্ষা করে জমানো ৭০ হাজার টাকার কয়েন দিয়ে দিলেন মা। এরপর বস্তা ও বালতি করে সেই কয়েন নিয়ে যাওয়া হল স্কুটারের শো-রুমে। মেঝেতে ফেলে সেই কয়েন গুনলেন শো-রুম কর্মীরা।

কয়েন দিয়ে স্কুটার কেনা
বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়
  • কৃষ্ণনগর,
  • 30 Mar 2022,
  • अपडेटेड 8:20 PM IST
  • ৭০ হাজার কয়েন দিয়ে স্কুটার কেনা
  • পুরোটাই ভিক্ষায় পাওয়া অর্থ
  • নদিয়ার কৃষ্ণনগরের ঘটনা

মায়ের ভিক্ষার জমানো কয়েনেই ছেলের স্কুটার কেনার শখ মিটলো। ৭০ হাজার কয়েন গুনতে গলদঘর্ম শোরুম কর্মচারীরা। আশ্চর্য এই ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগরে (Nadia Krishnanagar)। শখপূরণ করতে পেরে খুশি ছেলে। এর জন্য সমস্ত কৃতিত্ব নিজের মাকেই দেন তিনি। 

জানা গিয়েছে, রাকেশ পাঁড়ে নামে ওই যুবকের বাড়ি নদিয়ার ভীমপুর গোবরাপোতা মাছ বাজার এলাকায়। তাঁর মায়ের নাম বুলু পাঁড়ে। ভিক্ষাবৃত্তি করেই জীবিকা নির্বাহ করেন বুলু। এদিকে ছেলে রাকেশের শখ একটা স্কুটার কিনবে। তাই ছেলের শখ পূরণ করতেই ভিক্ষা করে জমানো ৭০ হাজার টাকার কয়েন দিয়ে দিলেন মা। এরপর বস্তা ও বালতি করে সেই কয়েন নিয়ে যাওয়া হল স্কুটারের শো-রুমে। মেঝেতে ফেলে সেই কয়েন গুনলেন শো-রুম কর্মীরা।

শো-রুমের মেঝেতে কয়েন

রাকেশের কার্যকলাপে প্রথমে শো-রুম কর্তৃপক্ষ অবাক হলেও, পরে স্কুটার বিক্রি করতে রাজি হয়। এই প্রসঙ্গে শো-রুমের ম্যানেজার গৌরব বন্দ্যোপাধ্যায় জানান, এর আগে ১০ থেকে ১৫ হাজার টাকার কয়েন নিলেও পুরো টাকাটাই কয়েনে কোনওদিন নেননি। সেইদিক থেকে এটা তাঁদের কাছেও নতুন অভিজ্ঞতা। 

শো-রুমের মেঝেতে কয়েন গুনছেন কর্মীরা

অন্যদিকে, নিজের দীর্ঘদিনের শখ পূরণ করতে পেরে আপ্লুত রাকেশ পাঁড়ে। এর জন্য সমস্ত কৃতিত্ব নিজের মাকেই দিচ্ছেন তিনি। মায়ের জন্যই তাঁর এতদিনের ইচ্ছা পূরণ হল বলে জানান রাকেশ। স্কুটাতে নিজে চড়বেন এবং মাকেও চড়াবেন বলে জানান তিনি। 

আরও পড়ুনগাড়ি কেনার প্ল্যান? বাজারে আসছে Maruti-র ৫ নয়া মডেল

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement