Advertisement

Optical Illusion: মোট ২টি কুকুর রয়েছে এই ছবিতে, ৫ সেকেন্ডে দ্বিতীয়টি খুঁজে দেখান

Optical Illusion: ছবিতে দেখা যাচ্ছে, দু’জন মহিলা পার্কে দাঁড়িয়ে গল্প করছেন। পিছনে সারি সারি গাছ দেখা যাচ্ছে। দুইজনের মধ্যে এক মহিলার পরনে লাল-গোলাপি পোশাক। তাঁর মাথায় বড় খোঁপা। তাঁর উল্টোদিকে দাঁড়ানো অপর মহিলার পরনে নীল-বেগুনি পোশাক। হাতে একটি সাজি। তাঁর চুল ছোট। আরও উল্লেখযোগ্য বিষয় হল, মহিলার ঠিক পিছনেই একটি কুকুর  দাঁড়িয়ে রয়েছে। কুকুরটির মাথা আর লেজ দেখা যাচ্ছে। তবে মজার বিষয় হল, এই ছবির মধ্যেই আরও একটি কুকুর রয়েছে। হ্যাঁ, একটি কুকুরের মাথা রয়েছে এই ছবির মধ্যে। 

মজার বিষয় হল, এই ছবির মধ্যেই আরও একটি কুকুর রয়েছে। হ্যাঁ, একটি কুকুরের মাথা রয়েছে এই ছবির মধ্যে।মজার বিষয় হল, এই ছবির মধ্যেই আরও একটি কুকুর রয়েছে। হ্যাঁ, একটি কুকুরের মাথা রয়েছে এই ছবির মধ্যে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Sep 2023,
  • अपडेटेड 7:15 PM IST
  • ছবিতে দেখা যাচ্ছে, দু’জন মহিলা পার্কে দাঁড়িয়ে গল্প করছেন। পিছনে সারি সারি গাছ দেখা যাচ্ছে।
  • উল্টোদিকে দাঁড়ানো অপর মহিলার পরনে নীল-বেগুনি পোশাক। হাতে একটি সাজি। তাঁর চুল ছোট। আরও উল্লেখযোগ্য বিষয় হল, মহিলার ঠিক পিছনেই একটি কুকুর  দাঁড়িয়ে রয়েছে। কুকুরটির মাথা আর লেজ দেখা যাচ্ছে। 
  • তবে মজার বিষয় হল, এই ছবির মধ্যেই আরও একটি কুকুর রয়েছে। হ্যাঁ, একটি কুকুরের মাথা রয়েছে এই ছবির মধ্যে। 

Optical Illusion: কোনও ছবি। প্রথমে দেখে একটি ধারণা করলেন। কিন্তু ভাল করে দেখার পর তার অন্য কোনও মানে বের হল। দেখলেন, ছবিতে এমন কিছু আছে, যা আগে খেয়ালই করেননি। এমন ছবিকে অপটিকাল ইলিউশন বলা হয়। এই ধরণের ছবির মাধ্যমে কারও মনযোগ, দৃষ্টিশক্তির যাচাই করা যায়।

অনেক সময়ে এই ছবির মাধ্যমেই কোনও ব্যক্তির মনের গভীরে লুকিয়ে থাকা কোনও বিষয়ে বলে দেওয়া সম্ভব। অর্থাৎ, কারও চরিত্র, স্বভাব, ব্যক্তিত্বের বিষয়ে শুধুমাত্র এই ছবি থেকেই ধারণা করা যায়। কোনও ব্যক্তি সেই ছবি দেখে প্রথমে কী ভাবছেন, তার থেকেই এই ধারণা করা সম্ভব বলে বিশ্বাস করা হয়। এগুলি যদিও প্রচলিত ধারণা মাত্র। এর কোনও মনোবিজ্ঞানের ভিত্তি নেই। 

তবে বিষয়টি যা-ই হোক, এগুলি যে বেশ মজার তাই নিয়ে কোনও সন্দেহ নেই। তাছাড়া অশান্ত মন শান্ত করতেও এই ছবিগুলি বেশ কার্যকর হতে পারে। 

আরও পড়ুন

সম্প্রতি এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটি দেখে প্রথমে একরকম ধারণা হচ্ছে। কিন্তু পরে অন্য কোনও বিষয় দেখা যাচ্ছে। আসুন, সেই ছবিটি দেখে নেওয়া যাক। 

ছবিতে দেখা যাচ্ছে, দু’জন মহিলা পার্কে দাঁড়িয়ে গল্প করছেন। পিছনে সারি সারি গাছ দেখা যাচ্ছে। দুইজনের মধ্যে এক মহিলার পরনে লাল-গোলাপি পোশাক। তাঁর মাথায় বড় খোঁপা। তাঁর উল্টোদিকে দাঁড়ানো অপর মহিলার পরনে নীল-বেগুনি পোশাক। হাতে একটি সাজি। তাঁর চুল ছোট। আরও উল্লেখযোগ্য বিষয় হল, মহিলার ঠিক পিছনেই একটি কুকুর  দাঁড়িয়ে রয়েছে। কুকুরটির মাথা আর লেজ দেখা যাচ্ছে। 

তবে মজার বিষয় হল, এই ছবির মধ্যেই আরও একটি কুকুর রয়েছে। হ্যাঁ, একটি কুকুরের মাথা রয়েছে এই ছবির মধ্যে। 

খুঁজে বের করার জন্য মাত্র ৫ সেকেন্ড সময় পাবেন। এই সময়ের মধ্যেই দ্বিতীয় কুকুরটির মাথা খুঁজে বের করতে হবে। প্রতিবেদনটি আরও স্ক্রল করার আগে অপেক্ষা করে যান। দেখুন, দ্বিতীয় কুকুরটির মাথা খুঁজে পান কিনা। 

Advertisement

সমাধান:

সমাধান

 

Read more!
Advertisement
Advertisement