Advertisement

প্রথমবার Pizza খেলেন দিদা, মুখের অভিব্যক্তি হল Viral, দেখুন

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পিৎজার (Pizza) একটি টুকরো নিয়ে কামড় দিলেন ওই বৃদ্ধা। তারপরেই তাঁর মুখের যা চেহারা হল তা দেখে আন্দাজ করা যায়, পিৎজার স্বাদ তাঁর ভাল লাগেনি। ভিডিওর ক্যাপশানে লেখা “Nani ji First time eat pizza”। 

প্রথমবার পিৎজা খেলেন এই দিদাপ্রথমবার পিৎজা খেলেন এই দিদা
Aajtak Bangla
  • দিল্লি,
  • 09 Nov 2021,
  • अपडेटेड 8:57 PM IST
  • পিৎজা খেলেন দিদা
  • মুখের চেহারা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • বিভিন্ন কমেন্ট নেটিজেনদের

নতুন কোনও খাবার খেলে মানুষের প্রতিক্রিয়া বিভিন্নরকমের হয়। যদি খাবারটি খুব ভাল লাগে তাহলে সেটাও যেমন মুখে ফুটে ওঠে, আবার তেমনই সেটা পছন্দ না হলে তাও অভিব্যক্তিতে বোঝা যায়। এবার এক দিদার প্রথমবার পিৎজা খাওয়ার ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন ওই বৃদ্ধারই নাতি Greesh Bhatt। Greesh নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটরও। ভিডিওতে পিৎজা খাওয়ার পর ওই দিদার মুখের প্রতিক্রিয়া দেখে মজা পাবেন যে কেউ। 

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পিৎজার (Pizza) একটি টুকরো নিয়ে কামড় দিলেন ওই বৃদ্ধা। তারপরেই তাঁর মুখের যা চেহারা হল তা দেখে আন্দাজ করা যায়, পিৎজার স্বাদ তাঁর ভাল লাগেনি। ভিডিওর ক্যাপশানে লেখা “Nani ji First time eat pizza”। 

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মাত্র ভাইরাল (Viral Video) হয়ে যায়। ইতিমধ্যে অনেকেই দেখে ফেলেছেন ভিডিওটি। দিদার প্রথম পিৎজা খাওয়ার ছবি দেখে বিভিন্ন কমেন্টও করেছেন নেটিজেনরা। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement