Advertisement

Blood Donation করে Bitcoin-এ বিপুল কামানোর সুযোগ, US সংস্থার আজব অফার

মার্কিন ফার্মা সংস্থা Octapharma Plasma Swan Bitcoin ও Spade Payment Solutions নামে আরও ২টি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই পদক্ষেপ করেছে। একইসঙ্গে প্লাজমা দান করলেও ডোনারকে দেওয়া হবে বিটকয়েন।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Mar 2022,
  • अपडेटेड 7:29 PM IST
  • প্লাজমা দানে অর্থ পাওয়ার সুযোগ
  • মার্কিন সংস্থার উদ্যোগ
  • ৩২ জায়গায় চলছে কর্মসূচি

রক্তদান মহৎদান। মানুষকে রক্তদানে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ করা হয়। এবার তেমনই আরও এক অভিনব উদ্যোগ দেখা গেল, যেখানে বলা হয়েছে রক্ত দিলে মিলবে, বিটকয়েন থেকে মোটা অর্থ। রক্তদানের বিষয়ে মানুষকে উৎসাহিত ও সচেতন করতে এই উদ্যোগ নিল এক সংস্থা। 

মার্কিন ফার্মা সংস্থা Octapharma Plasma Swan Bitcoin ও Spade Payment Solutions নামে আরও ২টি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে এই পদক্ষেপ করেছে। একইসঙ্গে প্লাজমা দান করলেও ডোনারকে দেওয়া হবে বিটকয়েন। এই বিষয়ে সংস্থা জানিয়েছে যে, প্লাজমা দান করলে প্রত্যেকবারে ডোনারকে ১০০ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ৭,৫৭৬ টাকার সমান বিটকয়েন দেওয়া হবে। মোট ৩২টি জায়গায় শুরু হয়েছে এই কর্মসূচি। 

১ সপ্তাহে ২ বার করা যাবে দান
সংস্থার তরফে বলা হয়েছে, ডোনার ৭ দিনে খুব বেশি হলে ২ বার প্লাজমা দান করতে পারবেন। একবার দান করার পর কমপক্ষে ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। উদ্যোক্তারা মনে করছেন, এর ফলে প্রচুর মানুষ প্লাজমা দিতে উৎসাহিত হবেন এবং তাতে বহু মানুষের জীবন বাঁচান যাবে। 

যাঁরা সুবিধা পাবেন...
সংস্থা জানিয়েছে যে যাঁরা ক্রনিক রোগে ভুগছেন তাঁরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। প্লাজমা ডোনেট করার পর দ্রুত দাতাকে বিটকয়েন পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে Swan Bitcoin। যাঁরা বিরল রোগে ভুগছেন এবং যাঁদের প্রতিমাসে প্লাজমা ট্রান্সফিউশনের প্রয়োজন হয় তাঁরা এই উদ্যোগের ফলে বিরাট উপকৃত হবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনমাথার চুলে পাখির বাসা! এই মহিলার গল্প জানেন?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement