
ঘন কুয়াশার কারণে উত্তরপ্রদেশের আগ্রায় জাতীয় সড়কে উল্টে গেল মুরগি ভর্তি একটি গাড়ি। সেই সুযোগে দেদার মুরগি লুট চলল। আগ্রা জাতীয় সড়কে এক ডজনেরও বেশি গাড়ির সংঘর্ষ হয় কুয়াশার কারণে। এর মধ্যে মুরগি ভর্তি একটি গাড়িও ছিল। গাড়িটি দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মুরগি লুট শুরু হয়। স্থানীয় বাসিন্দারা যে যতগুলো পারেন মুরগি নিয়ে চম্পট দেন। জানা গিয়েছে, গাড়িটিতে প্রায় দেড় লাখ টাকা মূল্যের মুরগি ছিল।
এদিকে, মুরগি লুটের ভিডিও তোলেন সেখানে উপস্থিত কয়েকজন। কিছুক্ষণের মধ্যেই সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্টও করা হয়। তারপরই সেটা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যাচ্ছে, লোকজন মুরগি নেওয়ার জন্য একপ্রকার মারামারি করছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক ও খালাসিকে সাহায্য না করে গাড়ি থেকে তারা দেদার মুরগি নিয়ে চম্পট দিতে থাকে।
এদিকে, ওই দুর্ঘটনায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের দল। তারা উদ্ধার কাজ শুরু করে। পুলিশ আহতদের সবাইকে হাসপাতালে নিয়ে যায়।