ইসলামই একমাত্র সমাধানের পথ'- দোকানের বিলে এই লেখা এই লাইন। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। ঘটনা উত্তরপ্রদেশের কানপুরের। অভিযোগ, ওই দোকান মালিক এই ভাবেই ধর্মের প্রচার করছেন। আর সেই বিলের ছবি বেশ কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ঘুরছে।
ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে কানপুর পুলিশ। তারা ওই দোকান মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কানপুরের প্রাক্তন কমিশনার এবং আইএএস অফিসার ইফতেখারউদ্দিনের উপর ধর্মান্তরের অভিযোগ উঠেছে। এরইমধ্যে এই বিলকে নিয়ে যে ঘটনা সামনে এসেছে তাতে নতুন করে শোরগোল শুরু হয়েছে।
আসল ঘটনা কী ?
কানপুরের মেস্টন রোডে একটি মন্দিরের কাছে সেলিম নামে এক ব্যক্তির সেলুন দোকান রয়েছে। প্লাস্টিকের ওই দোকান থেকে বিভিন্ন জেলায় জিনিসপত্র যায়। সেই দোকানের একটি বিল সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, ৪৭৫০ টাকার একটি বিল কাটা হয়েছে। আর সেই বিলের একদম নিচে লেখা রয়েছে, 'ইসলামই একমাত্র সমাধান'। বিলটি ১৮ অক্টোবরের।
এই বিল সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা সরব হয়েছেন। তাঁদের অভিযোগ, বিলের মাধ্যমে ধর্মের প্রচার করছেন ওই ব্যক্তি। ঘটনায় অভিযোগ পাওয়ার পর DCP প্রমোদ কুমারকে তদন্তের নির্দেশ দেওযা হয়।
সেলিমের দোকানের কর্মীদের প্রতিক্রিয়া জানার জন্য আজতকের টিম সেখানে গিয়েছিল। কিন্তু, সংবাদমাধ্যমকে দেখা মাত্র দোকানের শাটার নামিয়ে দেন কর্মচারিরা। ফলে দোকান মালিকের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।