Advertisement

'রেগে গিয়েছিস কেন?', ষাঁড়কে আদর করে যা বললেন যোগী

গুরু পূর্ণিমা (Guru Purnima 2022) উপলক্ষে, আজ গোরক্ষনাথ মন্দিরে পুজো দিতে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গুরু গোরক্ষনাথসহ তাঁর গুরুদের আশীর্বাদ গ্রহণ করেন তিনি। এরপর সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। তারপর মন্দির প্রাঙ্গণে অবস্থিত গোশালায় গরু ও ষাঁড়কে গুড় খাওয়ান।

ষাঁড়কে গুড় খাওয়ালেন যোগী আদিত্যনাথষাঁড়কে গুড় খাওয়ালেন যোগী আদিত্যনাথ
Aajtak Bangla
  • উত্তরপ্রদেশ,
  • 13 Jul 2022,
  • अपडेटेड 8:30 PM IST
  • গোরখনাথ মন্দিরে পুজো দিলেন যোগী আদিত্যনাথ
  • কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে
  • গুড় খাওয়ালেন ষাঁড়কে

ষাঁড়কে আদর করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath), আর সেই ভিডিওই এবার হল ভাইরাল। জানা গিয়েছে, বুধবার সকালে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গোরক্ষনাথ মন্দিরের (Gorakhnath Mandir Gorakhpur) গোশালায় যান। সেখানে গরু ও ষাঁড়কে গুড় খাওয়ান তিনি। তারপর তিনি গোয়ালঘরের একটি অংশে যান, যেখানে কেবল একটিমাত্র ষাঁড় ছিল।

ষাঁড়টিকে দেখে সেটির শিঙে তেল লাগানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এরপর আদর করে ষাঁড়টিকে যোগী জিজ্ঞাসা করেন, একা আছিস বলে রেগে গিয়েছিস? রেগে গিয়েছিস কেন? প্রসঙ্গত গোরখপুরে গেলে, গোশালায় অবশ্যই যান যোগী আদিত্যনাথ।

গুরু পূর্ণিমা (Guru Purnima 2022) উপলক্ষে, আজ গোরক্ষনাথ মন্দিরে পুজো দিতে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গুরু গোরক্ষনাথসহ তাঁর গুরুদের আশীর্বাদ গ্রহণ করেন তিনি। এরপর সাধারণ মানুষের সঙ্গে দেখা করেন। তারপর মন্দির প্রাঙ্গণে অবস্থিত গোশালায় গরু ও ষাঁড়কে গুড় খাওয়ান।

আরও পড়ুন

এর আগে মঙ্গলবার গোরখপুরকে উন্নয়নের উপহার দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৪৬৩.৬০ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষে তিনি বলেন, প্রতিটি বিধানসভা কেন্দ্রে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, বন্যা প্রতিরোধ ব্যবস্থার ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।

যোগী আদিত্যনাথ আরও বলেন, উত্তরপ্রদেশে সর্বাত্মক উন্নয়নের পাশাপাশি পাঁচ বছরে একটিও দাঙ্গা হয়নি। রাস্তায় কোনও ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। কাউকে জোরে লাউডস্পিকার বাজাতে দেওয়া হয়নি। যাঁরা অনুষ্ঠান আয়োজন করেছেন তাঁরাও অনুমতি নিয়েই করেছেন। 

 

Read more!
Advertisement
Advertisement