বৃহস্পতিবার দক্ষিন ২৪ পরগনার সাগরের মহিসামারির বাসিন্দা শান্তনু দাস নামে এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিশালাকার এক শঙ্কর মাছ। দৈতাকার এই মাছের ওজন ১৫৯ কেজি। এদিন দুপুরে হুগলি নদীতে তিন সঙ্গীর সাথে মাছ ধরছিলেন শান্তনু । সেই সময় তাঁদের জালে ধরা পড়ে এই বিশালাকার মাছটি। কোনক্রমে মাছটিকে নৌকায় তুলে নিয়ে আসা হয় মহিষামারি হাতি পিটিয়া আড়তে। সেখানেই মাছটিকে দাঁড়ি পাল্লায় তুললে দেখা যায় সেটির ওজন ১৫৯ কেজি। মাছটি লক্ষাধিক টাকায় বিক্রি হবে বলে দাবি স্থানীয় মৎস্যজীবীদের।