পেটের দায় বড় দায়। দুটো পয়সা রোজগারের আশায় কত মানুষ রোজ ছুটে চলেছে। কেউ করছেন ডেলিভারি, কেউ বা সিকিউরিটি গার্ডের চাকরি। লেখাপড়া করার ইচ্ছে থাকলেও, সবার সামর্থ্য থাকে না। তখনই রোজগারের পথ বেছে নিতে হয়। কিন্তু কারও যদি কোনোকিছু করার ইচ্ছে থাকে, তার জন্য চেষ্টাটাই বড় কথা। সম্প্রতি এমনই এক নজির মিলল নেট দুনিয়ায়। ইউপিএসসি। জীবনের কঠিন পরীক্ষাগুলির মধ্যে একটি। এই পরীক্ষায় সফল হতে চাই হার না মানা লড়াই, কঠিন পরিশ্রম আর কঠোর অধ্যাবসায়। এমন অনেকের কাহিনী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় যারা চরম অভাবের মধ্যে থেকে আইএএস হয়ে লাখো মানুষকে অনুপ্রেরণা জোগান।