থায় আছে, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। একটি চলন্ত ট্রাক থেকে চুরির ভিডিও ভাইরাল হয়েছে। এক শস্য বোঝাই ট্রাকে উঠে কীভাবে নিঃশব্দে চুরি করা যায় এই ভিডিও না দেখলে বোঝা যাবে না। আর তারপরে নাটকীও ভঙ্গিমায় সেই শস্যের বস্তা বাইকে করে পালানোর ভিডিও দেখলে হেঁসে লুটোপুটি খাবেন। সেই ভিডিও এখন Social Media তে Viral। এক ঝলকে দেখুন শিল্পী চোরের কাণ্ডকারখানা।