শপিং মল। নামটা শুনেই মনে আসে এক ছাদের তলায় থরে থরে সাজানো রয়েছে জামাকাপড় থেকে আসবাব, খাবার, সবকিছুই। প্রয়োজন মতো একটি ব্যাগে বা ট্রলিতে কিনতে চাওয়া জিনিসগুলো নিয়ে কাউন্টারে পেমেন্ট করে দিলেই হলো। যাকে বলে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবকিছুই মেলে এই শপিং মলে। তবে হ্যাঁ, শপিং মলেরও রকমফের আছে। বিশ্বের এমন প্রচুর বড়বড় মল রয়েছে যেখানে প্রচুর ব্র্যান্ডের নানা জিনিস আপনারা কিনতে পারবেন। এই শপিং মলে মার্কেটিং করতে গেলে যাঁরা গাড়ি নিয়ে যান, তাঁরা শপিং মলের পার্কিং-এ গাড়ি রেখে মলের ভিতরে ঢোকেন। কোনও কোনও শপিং মলে ক্রেতাদের জন্য ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা থাকে।