স্ত্রী ও পুত্রকে নিয়ে বন্দে ভারত ট্রেনে সফর করছিলেন বিধায়ক। কিন্তু সকলের সিট এক জায়গায় পড়েনি। বিধায়ক ট্রেনের পিছনের দিকে সিট পান। অন্যদিকে বিধায়কের স্ত্রী ও পুত্রের সিট ছিল ট্রেনের সামনের দিকে। অভিযোগ, স্ত্রী ও পুত্রের পাশে বসার জন্য একজন যাত্রীকে সিট বদলানোর জন্য বলা হয়। কিন্তু তিনি রাজি হননি। এরপর একটি স্টেশনে পৌঁছনের পর বিধায়কের বেশকিছু অনুগামী ট্রেনে উঠে সিট বদলাতে রাজি না হওয়া ওই যাত্রীকে বেধড়ক মারধর শুরু করে।