দীর্ঘ ৭ ঘণ্টার উদ্ধারকাজ। লাখ লাখ মানুষের প্রার্থনা। অবশেষে সাফল্য। ৯০ ফুট গভীর কুঁয়ো থেকে দেড় বছরের শিশুকন্যাকে উদ্ধার করল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রাজস্থানের দৌসায় বৃহস্পতিবার সকাল ১১টায় কুঁয়োয় পড়ে যায় একটি দেড় বছরের শিশু। প্রায় ৫ ঘণ্টা ওই শিশুটি কুঁয়োর মধ্যেই পড়েছিল। দীর্ঘক্ষণ খোঁজ না মেলায় পুলিশে খবরের পর শুরু হয় উদ্ধারকাজ। পুলিশের চেষ্টা অসফল হলে কাজে হাত লাগায় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিকেলে ৬টা নাগাদ এক ঘণ্টা চেষ্টার পর শিশুটিকে জীবিত উদ্ধার করে এনডিআরএফ।