পর্যটক ভর্তি গাড়িকে তাড়া করছে এক সিং ওয়ালা গন্ডার। ঘটনা মানস ন্যাশনাল পার্কের। সেই ভিডিও এখন ঝড়ের গতিতে ভাইরাল। ঘটনা গত ২৯ ডিসেম্বরের। মানস পার্কে গিয়েছিলেন কয়েকজন পর্যটক। জিপে চড়ে ফেরার সময় সেই পর্যটকদের গাড়িটিকে তাড়া করে গন্ডারটি। ওই বনবিভাগের তরফে জানানো হয়েছে, ঘটনায় হতাহতের কোনও খবর নেই।