বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের ভুবন বাদ্যকরকে এখন নিশ্চয়ই সকলেই চিনে গিয়েছেন। এই ভুবন বাদ্যকর হলেন সেই ব্যক্তি যিনি গানের মাধ্যমে বাদাম বিক্রি করে ভাইরাল হয়েছেন। তারে গান 'বাদাম বাদাম, কাঁচা বাদাম' এখন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অন্যান্য রাজ্য এমনকি বাংলাদেশেও ছড়িয়ে পড়েছে। বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের এইভাবে ভাইরাল হওয়ার পর তাকে নকল করে বীরভূমে বাদাম বিক্রি করতে দেখা গেল ছদ্দবেশী বাঙালি স্পাইডারম্যানকে। ছদ্দবেশী সেই বাঙালি স্পাইডারম্যান দিন কয়েক আগেই দুর্গাপুরের বেনাচিতি বাসস্ট্যান্ড, সিউড়ি বাসস্ট্যান্ড, শান্তিনিকেতনের খোয়াই সহ বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়িয়েছেন। তিনি এবার কাঁচা বাদাম হাতে নিয়ে নেমে পড়লেন রাস্তায়।