সুন্দরবনের রিয়া এবং রাখী এখন নেট দুনিয়ায় ভাইরাল। তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। সমলিঙ্গে বিবাহ এখনও বড় শহরেই ট্যাবু। সেখানে প্রত্যন্ত এলাকায় স্থানীয়রাই চার হাত এক করেছেন। স্বাভাবিকভাবেই এই কাপল এখন নেট মাধ্যমে ভাইরাল। শুনুন তাঁদের কথা।