Advertisement

উত্তরবঙ্গ

North Bengal Weather Forecast: কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া, কী বলছে পূর্বাভাস?

Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 30 Oct 2022,
  • Updated 12:39 AM IST
  • 1/8

আপাতত কোনও ঝঞ্ঝাট নেই। পাকাপাকি শীত আসতেও খানিকটা দেরি রয়েছে। ফলে অলস ও শুকনো আবহাওয়া উত্তরবঙ্গ জুড়ে।

  • 2/8

এখন পরিস্থিতি এমন ভোরের দিকে একটু শিরশিরানি থাকলেও বেলা বাড়তেই গরম অনুভব হবে। আপাতত এই পরিস্থিতিই চলবেল আরও কিছুদিন থাকবে। 

  • 3/8

হালকা জামাকাপড়ে কাজ চলছে না। অনেককেই চাদর, মোটা কাপড়ে ঢেকে বের হচ্ছেন সন্ধ্য়ের পর। পুরোপুরি শীতের আবহ ঢুকে পড়েছে।

  • 4/8

যদিও বিশেষজ্ঞরা বলছেন, এখন নভেম্বরের মাঝামাঝি উত্তরে হাওয়া ঢুকলে তবেই তাপমাত্রা আরও নামবে এবং শীত অনুভব হবে। 

  • 5/8

আপাতত দিনের তাপমাত্রা নামতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

  • 6/8

রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে ১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সব ক'টি জেলার আবহাওয়াই শুকনো থাকবে।

  • 7/8

আপাতত দিন ও রাতের তাপমাত্রার সেরকম পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। তবে রাতে ও ভোরে কিছুটা ঠান্ডাভাব থাকবে।

 

  • 8/8

এই মুহূর্তে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়েও কোনও রকম সতর্কবার্তা নেই। ঝকঝকে আকাশ থাকবে বলে জানানো হয়েছে।

Advertisement
Advertisement