Millions Kept Inside The Car Wheel: অভিনব কৌশলে টাকা পাচার করতে গিয়ে পুলিশের জালে দুষ্কৃতীরা। পাচারের কৌশল দেখে চমকে গিয়েছেন পুলিশ কর্তারাও। গাড়ির চাকার ভিতরে লুকিয়ে টাকা পাচারের এমন কৌশল উদ্ধারকারী পুলিশ দল দেখেননি কখনও। রবিবার জলপাইগুড়ির ডুয়ার্সের বানারহাটের ঘটনা। যা নিয়ে এখন জোর চর্চা চলছে রাজ্যের পুলিশ মহলে।
পুলিশ সূত্রে খবর, বিহারের নম্বর প্লেটের ওই গাড়িটি বিহারের পূর্ণিয়া থেকে অসম যাচ্ছিল ৷ গাড়িতে টাকা পাচার হচ্ছিল বলে খবর পায় পুলিশ। রবিবার দুপুর থেকে বানারহাট থানার তেলিপাড়া চৌপথি এলাকায় এশিয়ান হাইওয়েতে তল্লাশি চালায় পুলিশ৷ সেই সময় প্রথমে স্রেফ সন্দেহের বশেই কিছু গাড়িকে আটকানো হচ্ছিল। তল্লাশি চালাতে গিয়ে একটি কালো রঙের ছোট গাড়ি আটক করে পুলিশ। ওই গাড়িতে ৫ জন ব্যক্তি ছিল। পুলিশ ওই ব্যক্তিদের টাকা নিয়ে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তারা অস্বীকার করেন। তবে পুলিশের চোখ এড়িয়ে যেতে সফল হয়নি তারা।
গাড়িতে সাধারণত একটিই অতিরিক্ত টায়ার থাকে। কিন্তু এখানে দুটি টায়ার থাকায় সন্দেহ হয় পুলিশের। অতিরিক্ত একটি টায়ারের দিকে চোখ যেতেই সন্দেহ হয় পুলিশের। গাড়িটি আটক করে বানারহাট থানায় নিয়ে এসে টায়ার খুলতেই সেখান থেকেই ৯৪ টি মোটা টাকার বান্ডিল উদ্ধার হয়। কোথায়, কী উদ্দেশ্যে টাকা নিয়ে যাওয়া হচ্ছিল, ধৃতদের জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ৷ গাড়িটি বানারহাট হয়ে আলিপুরদুয়ারের বীরপাড়ার দিকে যাচ্ছিল৷ পুলিশের ধারণা,গাড়িটির গন্তব্য ছিল অসম৷
গাড়ির পাঁচ যাত্রীকে জেরা করতেই তাদের কথায় অসঙ্গতি ধরা পড়ে ৷ শেষ পর্যন্ত গাড়ির পিছনে ডিকিতে পড়ে থাকা অতিরিক্ত টায়ার বা স্টেপনির ভিতর থেকে উদ্ধার হয় টাকার বান্ডিল ৷ সব মিলিয়ে মোট ৯৪টি বান্ডিল উদ্ধার করা হয় ৷ উদ্ধার হওয়া টাকার পরিমাণ ৯৩ লক্ষ ৮৩ হাজার টাকা৷ এই ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, 'একটি গাড়ি আটক করা হয়েছে। গাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়েছে। ব্যাঙ্ক কর্মীদের ডাকা হয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখার পরই এ বিষয়ে বলা সম্ভব হবে।'