মৃত্যুর ক্রমহ্রাসমান হারে লাগাম
টানা কয়েকদিন উত্তরবঙ্গে করোনায় মৃত্যুর সংখ্যা কমার পর ফের দৈনিক মৃত্যু কুড়ি পার করলো। সুস্থতার হারও ৪৮ ঘণ্টা আগে আক্রান্তের হারকে ছাপিয়ে যাওয়ার পর ফের এদিন আক্রান্তের সংখ্যা সুস্থতার সংখ্যাকে ছাপিয়ে গেল।
মোট করোনা হিসাব
উত্তরবঙ্গে শেষ চব্বিশ ঘন্টায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২২। আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৫২। অন্যদিকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৭ জন করোনা রোগী।
মৃতদের খতিয়ান
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে ৫ জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, ৫ জন, রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে মারা গিয়েছেন। ৪ জন শিলিগুড়ির বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে চিকিৎসারত ছিলেন। বাকিরা জলপাইগুড়ি জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন।
সংক্রমিতের পরিসংখ্যান
উত্তরের আটটি জেলার সংক্রমিত মধ্যে ১৮২ জন আলিপুরদুয়ার, ২৩৪ জন কোচবিহার, ৫৪০ জন দার্জিলিং, ৯২ জন কালিম্পং, ৫০৬ জন জলপাইগুড়ি, ২৫৫ জন উত্তরদিনাজপুর, ১৮১ জন দক্ষিণ দিনাজপুর ও মালদার ১৬২ জন বাসিন্দা রয়েছেন। এদিন শুধু শিলিগুড়ি পুরনিগমেই ৩৭২ জন সংক্রমিত হয়েছেন।
সুস্থতার হার
অন্যদিকে সুস্থদের মধ্যে ১১৭ জন আলিপুরদুয়ার, ২৫৮ জন কোচবিহার, ৩৭২ জন দার্জিলিং, ৬৫ জন কালিম্পং, ৪১৭ জন জলপাইগুড়ি, ২৫৮ জন উত্তর দিনাজপুর, ১৬২ জন দক্ষিণ দিনাজপুর, মালদার ২৬৮ জন বাসিন্দা রয়েছেন।
উত্তরে বিশৃঙ্খলা অব্যাহত
পাশাপাশি পাহাড় ও সমতলের ১৪ টি rt-pcr সেন্টার থেকে চলছে নমুনা সংগ্রহের কাজ। করোনার তৃতীয় ঢেউ আটকাতে আগাম সর্তকতা নিতে চাইছে দার্জিলিং জেলা স্বাস্থ্য বিভাগ। অন্যদিকে শুধুমাত্র ধুপগুড়ি তে তিন জন করোনায় মৃত্যুর কারণ খোঁজা শুরু করেছে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য বিভাগ। জলপাইগুড়িতে 45 ছোটদের টিকাকরণ আপাতত বন্ধ থাকায় সমস্যা তৈরি হয়েছে। শিলিগুড়িতে করোনা বিধি না মেনে ইতস্তত ঘোরাঘুরি করা শেষ ২৪ ঘন্টায় ৫০০ জন কে আটক করেছে শিলিগুড়ি পুলিশ।