Bengal Safari Park Siliguri: শিলিগুড়ি ঘোরার আকর্ষণ আরও বাড়তে চলেছে পর্যটকদের কাছে। শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে রয়্যাল বেঙ্গল, চিতাবাঘ, গণ্ডার, হরিণ, ভাল্লুকের পর এবারর সঙ্গে এবার যোগ হতে চলেছে সিংহ। সূত্রের খবর, আগ্রা ও হায়দরাবাদ থেকে এই সিংহ বাংলায় আনার চেষ্টা চলছে। রাজ্যের তরফে এ ব্যাপারে ছাড়পত্র মিলেছে বলে খবর। এবার কেন্দ্রীয় জু অথরিটির ছাড়পত্র মিললেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। সোমবার শিলিগুড়িতে এসেছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বন দফতরের আধিকারিকদের নিয়ে বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শন করেন। এরপরই তিনি এ নিয়ে আশার কথা শোনান। শুধু সিংহ নয় সঙ্গে জেব্রা আনারও চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে কটা সিংহ আনা হবে তা এখনও ঠিক হয়নি বলে জানানো হয়েছে।
ফলে এবার বেঙ্গল সাফারিতে পশুরাজ দর্শন এখন সময়ের অপেক্ষা। তবে শুধু সিংহ নয়, জেব্রা, শ্লথ বিয়ার সহ আরও বিভিন্ন রকম প্রাণী আনার চিন্তাভাবনা চলছে। নতুন অতিথির তালিকায় রয়েছে হরিণ প্রজাতির মণিপুরী ডাইসিং ডিয়ার, এলবিনো ব্ল্যাক বার্ডও। সাফারিতে গেলেই সিংহ দেখতে পাবেন পর্যটকরা। সেজন্য জঙ্গলকেও সেভাবে প্রস্তুত করে তোলা হচ্ছে। নভেম্বর, ডিসেম্বর মাসের মধ্যে ছাড়়পত্র মিলে যাবে বলে আশাবাদী তাঁরা। এরপরই সিংহ আনার কাজ জোর-কদমে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। সিংহ দর্শনে পর্যটকদের খাঁচার মধ্যে রেখে খোলা বনে বাঘ সিংহ দেখানো হবে। জন্তুদের এখানে খোলা জায়গায় দেখা যাবে। এমন বন্দোবস্ত করা হচ্ছে।
অতিথিদের জন্য পৃথক এনক্লোজার ও বনভূমি বাড়ানোর প্রক্রিয়াও প্রায় শেষের দিকে বলে জানানো হয়েছে রাজ্য জু অথরিটির তরফে। এখন অপেক্ষা সেন্ট্রাল জু অথরিটির ছাড়পত্রের। নতুন অতিথিদের সমাগম বাড়বে বেঙ্গল সাফারি পার্কে। ২০২৩-এর আগেই সম্ভাবনা প্রবল বলে বন দফতর সূত্রে জানা গিয়েছে। সেইমতো সব প্রস্তুতি চলছে সাফারি পার্কে।
অন্যদিকে, সোমবার থেকে রয়্যাল বেঙ্গল দম্পতি শীলা ও বিভানের চার নতুন শাবকদের বেঙ্গল সাফারি পার্কে ছেড়ে দেওয়া হয়েছে। এদিন শীলা সহ ওই চার রয়্যাল শাবককে পর্যটকদের জন্য ওপেন সাফারি এনক্লোজারে ছাড়া হয়েছে। সপ্তাহে তিন দিন চার শাবককে দেখতে পাবেন সাফারি পার্কে আসা পর্যটকেরা।