Advertisement

১৮ লক্ষের কাঁচা স্পিরিট পাচারে শিলিগুড়িতে ধৃত ১

করোনা পরিস্থিতি সামাল দিতে লক ডাউন ঘোষণা করেছে রাজ্যষ। আভাস ছিল দুদিন থেকেই। তাই অবৈধ মদ তৈরির সামগ্রী মজুত করতে বরাত দেওয়া হয়েছিল। উদ্দেশ্য আগেভাগে কাঁচামাল মজুত করে লক ডাউনে বেআইনি মদ তৈরি করে মুনাফা অর্জন করা। যদিও শেষরক্ষা হল না। পুলিশের জালে লক্ষাধিক টাকার কাঁচা মাল সহ আটক এক। 

কাঁচা স্পিরিটের ট্রাক থেকে ঢাকনা খুলছেন পুলিশ কর্মীরা
জয়দীপ বাগ
  • শিলিগুড়ি,
  • 15 May 2021,
  • अपडेटेड 2:18 PM IST
  • উদ্ধার স্পিরিটের মূল্য ১৮ লক্ষ টাকা
  • অবৈদ চোলাই তৈরির জন্য নেওয়া হচ্ছিল
  • গ্রেফতার এক পাচারকারী

করোনা পরিস্থিতি সামাল দিতে লক ডাউন ঘোষণা করেছে রাজ্যষ। আভাস ছিল দুদিন থেকেই। তাই অবৈধ মদ তৈরির সামগ্রী মজুত করতে বরাত দেওয়া হয়েছিল। উদ্দেশ্য আগেভাগে কাঁচামাল মজুত করে লক ডাউনে বেআইনি মদ তৈরি করে মুনাফা অর্জন করা। যদিও শেষরক্ষা হল না। পুলিশের জালে লক্ষাধিক টাকার কাঁচা মাল সহ আটক এক। 

গ্রেফতার এক পাচারকারী

ফের এন জে পি থানার বড়সর সাফল্য। উদ্ধার প্রচুর পরিমানে অবৈধ কাঁচা স্পিরিট। ঘটনায় এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়েই সাফল্য

শুক্রবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ফুলবাড়ি থেকে একটি ট্রাক আটক করা হয়। তা থেকে ৩৭ ড্রাম অর্থাৎ ২০০ লিটার অবৈধ স্পিরিট উদ্ধার করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ। ঘটনায় গাড়ির চালক তথা গাড়ির মালিক কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে পুলিশ। 

বিহারে মদ নিষিদ্ধ হওয়াতে চোরাপথে পাচার

বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকেই ভিন রাজ্য থেকে অবৈধ ভাবে কিছু অসাধু ব্যবসায়ী মদ ও মদের কাঁচা মাল আমদানির ব্যবসা শুরু করে। আর সেই অবৈধ মদ বা তার কাঁচা মাল আমদানির একমাত্র করিডর হিসেবে ব্যাবহার করে শহর শিলিগুড়ি  ও তার পাশ্ববর্তী এলাকাকে।যার দরুণ মাঝে মধ্যেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের হাতে ধরা পরেছে এই ধরনের সামগ্রী।
শুক্রবার ফের এমনই মদ তৈরির কাঁচা মাল উদ্ধার করে এন জে পি থানার সাদা পোশাকের পুলিশ।

আগে থেকে ওঁত পেতে ছিল পুলিশ

এ দিন সন্ধ্যায় গোপন সূত্রের ভিত্তিতে ফুলবাড়ি এলাকায় ডেরা বাঁধে পুলিশের একটি দল।সেখানেই আটক করে ওই ট্রাকটিকে। উদ্ধার হওয়া স্পিরিটের বাজার মুল্য ১৮ লক্ষ টাকা। অসম থেকে বিহারের উদ্যশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই স্পিরিটগুলি। গ্রেপ্তার করা হয় কাকদ্বীপ,  সুন্দরবনের বাসিন্দা চালক কৃষ্ণ দাসকে। শনিবার ধৃত ব্যাক্তিকে জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে তদন্তের স্বার্থে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement