Advertisement

Todays Weather North Bengal: আর্দ্রতায় অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গে, বৃষ্টি হবে? পূর্বাভাস

Weather Report North Bengal: আর্দ্রতায় অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গে, বৃষ্টি হবে? পূর্বাভাসের দিকে নজর উত্তরবঙ্গবাসীর।

আর্দ্রতায় অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গে, বৃষ্টি হবে? পূর্বাভাসআর্দ্রতায় অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গে, বৃষ্টি হবে? পূর্বাভাস
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 08 May 2022,
  • अपडेटेड 8:27 PM IST
  • আর্দ্রতায় অস্বস্তি বাড়ছে উত্তরবঙ্গে
  • বৃষ্টি কবে হবে? অপেক্ষায় তরাই-ডুয়ার্স
  • তাপমাত্রা অপরিবর্তিত উত্তরে

আবহাওয়া দফতরের তরফে জারি করা হয়েছে অশনি সঙ্কেত। ধীরে ধীরে আরও শক্তি সঞ্চয় করে এবং ৮ মে ঘূর্ণিঝড়টি পূর্ণঝড়ে পরিণত হবে। এর অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। ১০ মে সন্ধ্যা পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে যাবে। পরে দিক পরিবর্তন করে এটি অন্ধ্র-ওড়িশার উপকূলের কাছাকাছি থাকবে বলে জানা গিয়েছে। এ রাজ্যেও তার প্রভাবে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এর প্রভাব নিয়ে হাওয়া অফিসের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে।

কোথায় কোথায় বৃষ্টি

বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায়। মাঝারি থেকে ভারী বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে। বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর ধীরে ধীরে পরিবর্তন হবে উত্তরবঙ্গের আবহাওয়ায়।

আরও পড়ুন

পাহাড়ি এলাকায় সতর্কতা

পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ ৮ মে সকালের মধ্যে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুদিনই বইবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। দিন পাঁচেকে হিমালয় সংলগ্ন জেলাগুলির দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না। তারপর ধীরে ধীরে পরিবর্তন হবে উত্তরবঙ্গের আবহাওয়ায়।

পাহাড়ে ধসের সম্ভাবনা

উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করা থাকলেও দার্জিলিং-কালিম্পং জেলার পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ধস নামার আশঙ্কা থাকায় জেলা প্রশাসনের তরফে সতর্ক থাকতে বলা হয়েছে। জরুরিকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।

তাপমাত্রা না বাড়লেও আর্দ্রতা বাড়ছে

তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮০-৮৫ শতাংশ ওন্যূনতম ৪৯ শতাংশ। থাকবে। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে অস্বস্তি খুব একটা কমবে না। তবে ঝোড়ো হাওয়া ঠাণ্ডা করতে পারে কিছুটা।

রবিবার উত্তরবঙ্গের সারা দিনের গড় তাপমাত্রা ছিল এ রকম

                                        তাপমাত্রা                    আর্দ্রতা              

Advertisement

শিলিগুড়ির                         ২৯ ডিগ্রি                   ৬৯ শতাংশ

জলপাইগুড়ি                      ২৯ ডিগ্রি                   ৬৯ শতাংশ

কোচবিহার                         ৩৪ ডিগ্রি                   ৭৬ শতাংশ

আলিপুরদুয়ার                     ২৯ ডিগ্রি                   ৭৪ শতাংশ

মালদা                                 ৩১ ডিগ্রি                   ৬৭ শতাংশ

উত্তর দিনাজপুর                  ৩৪ ডিগ্রি                   ৭০ শতাংশ

দক্ষিণ দিনাজপুর                 ৩৩ ডিগ্রি                   ৭৩ শতাংশ

দার্জিলিং                              ১৬ ডিগ্রি                   ৭৯ শতাংশ

কালিম্পং                             ২১ ডিগ্রি                   ৭৯ শতাংশ

Read more!
Advertisement
Advertisement