আমন্ত্রণ ছিল আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি নাট্য উৎসব অনুষ্ঠানে । তাই বাংলাদেশ থেকে এই আমন্ত্রণ পেয়ে উত্তরবঙ্গের মাটিতে পা রেখেছিলেন বিখ্যাত নাট্যব্যক্তিত্ব মোশারফ করিম । অনুষ্ঠানের মঞ্চ মাতিয়ে কাকভোরে রওনা দেন মোশারফ করিম। জাতীয় সড়ক ধরে যখন আলিপুরদুয়ার জেলার ছোট-বড় গ্রাম শহর পেরোচ্ছেন, তখন চা প্রেমী করিমবাবুর নজরে পড়ে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার সীমানায় অবস্থিত তেলিপাড়া মোড়ে ইটস ম্যাজিকাল টি কাউন্টার ।তাই গাড়ির সারথিকে স্টিয়ারিং থামাতে বলে সোজা রাস্তার ধারে চায়ের দোকানে হাজির হলেন অভিনেতা। নাট্যব্যক্তিত্ব হওয়ার কারণে ঘনঘন চা পান করার অভ্যাসে অভ্যস্ত মোশারফ বাবু । চা এই অভিনেতার ভীষণ প্রিয়। ‘চা খোর’ শিরোনামে বেশ কিছু নাটকেও কাজ করছেন তিনি।