পুরনো আমলে শাস্তি দেওয়ার চল হিসেবে আগে গায়ে বিছুটি পাতা ঘষে দেওয়া হত। তাঁরা নির্ঘাৎ কালিম্পংয়ের (Klaimpong) লঙ্কা ডল্লে খোরসানির (Dalle Khursani) নাম শোনেননি। শুনলে এটাও শাস্তির অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করা হত নিশ্চিত করে বলা যায়। আপাতত মধ্যপ্রাচ্যে (Middle East) এর খুব কদর হয়েছে। জিভ থেকে মাথার চাঁদি, হাড়জ্বালানি ঝালে মন মজেছে আরব দুনিয়ার। তাঁরা এখন এটি বেশি করে আমদানি করতে চাইছেন এই লঙ্কা।