বুধবারই উত্তরবঙ্গের দুই সাংসদকে মন্ত্রী করেছে কেন্দ্রীয় সরকার। আর তার ঠিক পরেই অদ্ভূত কথা শোনা গেল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশানের প্রতিষ্ঠাতা অনন্ত রায় মহারাজের মুখে। একান্ত সাক্ষাৎকারে আজতককে তরফে প্রশ্ন করা হয়, তিনি বা তাঁর সংগঠন নির্বাচনে লড়বে কি না? উত্তরে অনন্ত রায় মহারাজ বলেন, দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশানের ভোটে আগ্রহ নেই। মহারাজ সাফ বলেন, তাঁরা ভোটে প্রতিনিধি দেবেন না, এমনটা তাঁদের ভাবনাতেও নেই। এমনকী তাঁদের সেই যোগ্যতা নেই বলেও মনে করেন অনন্ত রায় মহারাজ।