মালদার ঐতিহ্য গম্ভীরার মুখা নাচ। বৈশাখ মাসে মালদার বিভিন্ন জায়গায় এই নাচ দেখা যায়। এক সময় ঘটা করে এই নাচে অংশ নিতেন অনেকে। বর্তমানে তা অনেকটাই কমে গেছে। করোনাকালে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে গম্ভীরা শিল্পীরা। এবছর পুরাতন মালদার ঐতিহ্যবাহী গম্ভীরা অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই গম্ভীরা অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি উদ্বোধনী অনুষ্ঠান করা হয় । বাচামারির ঐতিহাসিক চামুন্ডা কালী ও বুড়ি কালীর মুখা নাচ হয়। এই মুখা পড়ে প্রায় পঞ্চাশ বছর ধরে নাচতেন পুরাতন মালদার বিশ্বনাথ কাণ্ডারী। কিন্তু বর্তমানে কয়েকবছর ধরে তার ছেলে সম্বর কাণ্ডারী এই মুখা পড়ে নৃত্য করেন। এই নাচকে কেন্দ্র করে বাচামারির দুই প্রান্তে দুই কালী মন্দিরে প্রচুর মহিলা ভক্তদের ভিড় লক্ষ করা যায়।