শিলিগুড়ি থেকে সরাসরি নেপালের রাজধানী কাঠমান্ডু (Siliguri-Kathmandu)। কয়েক মাস ধরে এখন সস্তায় বাসে বিদেশযাত্রার মোক্ষম সুযোগ নিচ্ছেন পর্যটকরা। ১৫০০ টাকা খরচ করেই পৌঁছে যান দেশ থেকে বিদেশে। তাও আবার সরকারি বাসে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার এই পড়ে পাওয়া সুযোগ আঁকড়ে ধরতে ভিড় বাড়ছে এই অভিযানে। আসুনে জেনে নিই কীভাবে যাবেন?এবার শিলিগুড়ি থেকে সরাসরি নেপালের রাজধানী কাঠমান্ডু পর্যন্ত সড়পথে যোগাযোগ চালু করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC)।