Advertisement

পশ্চিমবঙ্গ

PHOTOS: মাইথনে বছরের প্রথম রবিবার ভিড়-দেদার পিকনিক

অনিল গিরি
  • 03 Jan 2021,
  • Updated 3:50 PM IST
মাইথনে ভিড়, তৎপর পুলিশ
  • 1/5

নতুন বছরের (Happy New Year 2021) প্রথম রবিবার (Sunday)। শীতের মিঠে রোদ পিঠে নিয়ে মাইথনে (Maithon Dam) পর্যটকের ঢল। সঙ্গে ভিড় পিকনিক পার্টিরও (Picnic Party)। শুধু স্থানীয়রাই নয়, দূরের বহু মানুষকেও এদিন দেখা গেল মাইথনে।

  • 2/5

তবে করোনা আবহে যাতে কোনওভাবেই সংক্রমণ না ছড়িয়ে পড়ে এবং কোনও রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য প্রস্তুত ছিল পুলিশ প্রশাসন।

  • 3/5

পিকনিক স্পটের নির্ধারিত নিময় যাতে মেনে চলা হয় তার জন্য সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির ইনচার্জ অমরনাথ দাসের নেতৃত্বে নাকা পয়েন্টে কড়া নজরদারি চালায় পুলিশ।

  • 4/5

বাজেয়াপ্ত করা হয় মদ, থার্মোকলের থালা, গ্লাস, বাটি সহ নানান সামগ্রী। গ্রেফতার করা হয় কয়েকজন নেশাগ্রস্থকে। 

  • 5/5

এছাড়াও নৌকায় ওঠার ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরা, মাদক বা নেশার সামগ্রী ব্যবহার না করা সহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারও চালান হয় পুলিশের পক্ষ থেকে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement