Advertisement

Viral : গার্লফ্রেন্ডকে প্রকাশ্যে একের পর এক চড় প্রেমিকের! ভিডিও সামনে আসতেই...

Viral : চলছে মোবাইল ফোনের ক্যামেরা। তার সামনেই প্রেমিকাকে একের পর চড় প্রেমিকের। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর দাঁতন এলাকার এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে দেখা যাচ্ছে এক যুবক এক নাবালিকার ছাত্রীকে চড় থাপ্পড় মারছে।

এই ভিডিও ভাইরাল। এই ভিডিও ভাইরাল।
শাজাহান আলী
  • পশ্চিম মেদিনীপুর ,
  • 23 Feb 2022,
  • अपडेटेड 9:59 PM IST
  • গার্লফ্রেন্ডকে প্রকাশ্যে একের পর এক চড় প্রেমিকের
  • ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
  • তদন্ত শুরু পুলিশের

Viral : চলছে মোবাইল ফোনের ক্যামেরা। তার সামনেই প্রেমিকাকে একের পর চড় প্রেমিকের। সম্প্রতি পশ্চিম মেদিনীপুর দাঁতন এলাকার এমনই একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে দেখা যাচ্ছে এক যুবক এক নাবালিকার ছাত্রীকে চড় থাপ্পড় মারছে।

ভিডিও ভাইরাল

প্রকাশ্যে সেই চড় থাপ্পড় মারার আংশিক প্রতিবাদ করছেন পাশে থাকা যুবকের বন্ধুরাও। কিন্তু মুখে প্রতিবাদ করলেও পুরো ঘটনার মোবাইলে ভিডিও রেকর্ড করে চলেছে তারা। আর প্রকাশ্যে দিনের বেলা সম্ভবত কোন একটি বিদ্যালয়ের পাশে কথা বলতে বলতে জোরে চড় থাপ্পড় মেরে চলেছে ওই যুবক। প্রতিবাদে এগিয়ে আসেনি কেউ। সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পরিস্থিতি তৈরি হয় সম্প্রতি। ভিডিওটি নিয়ে তুমুল সমালোচনা হয় সোশ্যাল মিডিয়ায়। ওই যুবককে গ্রেফতারের দাবিও ওঠে।

আরও পড়ুন

ঠিক কী অভিযোগ

ভিডিওটি পুলিশের হাতে আসতেই দাঁতন থানার পুলিশ তা নিয়ে নড়েচড়ে বসে। তদন্তে নেমে দাঁতন থানার পুলিশ মঙ্গলবার দাঁতনের ষড়রং এলাকা থেকে এক যুবককে গ্রেফতার করেছে। সঙ্গে থাকা বাকিরা ফেরার। বুধবার জেলার পুলিশ সুপার দিনেশ কুমার জানান," ভাইরাল ভিডিও দেখে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। দাঁতন থানার আইসি নিজে গিয়ে পদক্ষেপ নিয়েছে। পকসো আইনে মামলা করে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ করা হচ্ছে।"

পদক্ষেপ পুলিশের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দশম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে ষড়রং এলাকার এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে প্রেমিকা ওই দশম শ্রেণীর ছাত্রী সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তাতেই হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে ছাত্রীকে রাস্তায় পেয়ে এভাবে চড় থাপ্পড় করেছিল ওই যুবক প্রেমিক। সেই সঙ্গে ওই যুবক নাবালিকাকে অশালীন ভাষায় গালমন্দও করছিল। পুরো ঘটনার ভিডিও রেকর্ড করেছে ওই যুবকের বন্ধুরা। যা ভাইরাল হয়ে যায়। এর পরেই পুলিশের নজরে আসে ভিডিও। তারপরেই ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে নির্যাতিতা ওই ছাত্রীর কোনও বয়ান পাওয়া যায়নি এই বিষয়ে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement