Advertisement

Bangladeshi Arrested Siliguri: 'হাতে ভারতের ভোটার কার্ড-আধার', শিলিগুড়িতে পাকড়াও বাংলাদেশি

Bangladeshi Arrested Siliguri: পানিট্যাংকিতে আরও এক বাংলাদেশি নাগরিক ধৃত! আধার-ভোটার কার্ডসহ ধরা পড়লো বাংলাদেশি যুবক, জাল নথি বানিয়ে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল। শিলিগুড়ি ও নকশালবাড়িতেও কয়েকদিন আগেই ধরা পড়েছিল বাংলাদেশিরা।

'হাতে ভারতের ভোটার কার্ড-আধার', শিলিগুড়িতে পাকড়াও বাংলাদেশি'হাতে ভারতের ভোটার কার্ড-আধার', শিলিগুড়িতে পাকড়াও বাংলাদেশি
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 23 May 2025,
  • अपडेटेड 5:15 PM IST

Bangladeshi Arrested Siliguri: পানিট্যাংকিতে ফের বাংলাদেশি যুবক ধৃত। ভারতের আধার-ভোটার কার্ড জাল করে লুকিয়ে ছিল আত্মীয়ের বাড়িতে। সীমান্তে তৎপরতা বাড়িয়েছে এসএসবি! একের পর এক বাংলাদেশি নাগরিক জাল ভারতীয় পরিচয়পত্র নিয়ে প্রবেশ করছে ভারতের অভ্যন্তরে। এবার ফের গ্রেপ্তার হল এক বাংলাদেশি যুবক, ঘটনাস্থল পশ্চিমবঙ্গের দার্জিলিঙের পানিট্যাংকি (Panitanki) সীমান্ত।

সূত্রের খবর, সীমান্তে টহলদারির সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এসএসবি (SSB) জওয়ানরা ওই যুবককে আটক করেন। জিজ্ঞাসাবাদের পর তাঁর কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট, জন্মপ্রমাণপত্র ও পরিচয়পত্রের পাশাপাশি জাল ভারতীয় আধার ও ভোটার কার্ড উদ্ধার হয়।

ধৃত যুবকের নাম রঞ্জিত বর্মন, বাড়ি বাংলাদেশের রংপুর ডিভিশনে। সে ২০২১ সালে বৈধ ভিসায় চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে, তবে পরে বাংলাদেশ ফিরে গিয়ে ফের চোরাপথে ভারতে ঢুকে পড়ে। এরপর কোচবিহারে গিয়ে জাল নথিপত্র বানিয়ে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে থাকে গৌরসিংহ জোতের একটি এলাকায়।

আরও পড়ুন

এসএসবি সূত্রে খবর, রঞ্জিত মোটা অংকের বিনিময়ে একটি চক্রের সাহায্যে ভারতীয় আধার ও ভোটার কার্ড তৈরি করেছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদের পর খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, কয়েকদিন আগেই শিলিগুড়ির বাগডোগরা ও নকশালবাড়ি (Naxalbari) এলাকা থেকেও বাংলাদেশি নাগরিকদের জাল ডকুমেন্ট সহ গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

Read more!
Advertisement
Advertisement