Advertisement

Boy Missing Mystery: চিপস কিনতে বেরিয়ে বাড়ি ফিরল না ৯ বছরের শিশু, পতিরামে ছেলেধরার আতঙ্ক

Boy Missing Mystery: বেশ কিছুদিন আগে গাড়িতে চেপে এক যুবক এসে প্রিয়াংশুকে কোলে নিয়ে তাঁর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে পরিচয় দিয়েছিল প্রিয়াংশুর বাবার বন্ধু হিসেবে। তবে নিখোঁজ বালক ওই যুবককে চিনতে পারেনি। স্থানীয়দের আশঙ্কা, অপরিচিত ওই যুবক অপহরণ করে নিয়ে যেতে পারে ক্ষুদে প্রিয়াংশুকে।

চিপস কিনতে বেরিয়ে বাড়ি ফিরল না ৯ বছরের শিশু, পতিরামে ছেলেধরার আতঙ্কচিপস কিনতে বেরিয়ে বাড়ি ফিরল না ৯ বছরের শিশু, পতিরামে ছেলেধরার আতঙ্ক
Aajtak Bangla
  • পতিরাম,
  • 27 Jul 2025,
  • अपडेटेड 1:00 AM IST

Boy Missing Mystery: চিপস কিনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরল না ৯ বছরের পড়ুয়া। রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ক্ষুদে পড়ুয়া প্রিয়াংশু সরকার। সে তৃতীয় শ্রেণীর পড়ুয়া, বয়স ৯। এর আগেও এমনভাবে একাই দোকানে গেলেও, এদিন বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি ওই বালক। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েকদিন আগের একটি ঘটনায় ছেলেধরার তত্বও সামনে এসেছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন আগে গাড়িতে চেপে এক যুবক এসে প্রিয়াংশুকে কোলে নিয়ে তাঁর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে পরিচয় দিয়েছিল প্রিয়াংশুর বাবার বন্ধু হিসেবে। তবে নিখোঁজ বালক ওই যুবককে চিনতে পারেনি। স্থানীয়দের আশঙ্কা, অপরিচিত ওই যুবক অপহরণ করে নিয়ে যেতে পারে ক্ষুদে প্রিয়াংশুকে। ঘটনার তদন্ত শুরু করেছে পতিরাম থানার পুলিশ।

কিশোরের পরিবারের দাবি, কেউ বা কারা প্রিয়াংশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে গেছে। চাঞ্চল্যকর ঘটনাটি পতিরামের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতের বাংলাদেশ সীমান্ত লাগোয়া আখিরার ঘটনা। অনেক খোঁজাখুঁজি করেও যখন ছেলের খোঁজ মেলেনি তখন পরিবারের সদস্যরা পতিরাম থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন।

আরও পড়ুন

সূত্রের খবর, প্রিয়াংশুর বাবা সঞ্জয় সরকার পেশায় ট্রাকচালক এবং মা কৃষ্ণা সরকার বিড়ি বাঁধেন। আখিরা শিশুশিক্ষা কেন্দ্রের তৃতীয় শ্রেণীর ওই পড়ুয়া এদিন তাঁর মায়ের কাছ থেকে ১০ টাকা নিয়ে পাড়ার দোকানে যায় চিপস কিনতে। তার পর থেকেই খোঁজ মেলেনি ওই শিশুর। এই ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপকভাবে ছেলেধরা আতঙ্ক ছড়িয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement