By-Elections LIVE: ধূপগুড়িতে ত্রিমুখী লড়াই, রাজবংশী-মতুয়া ভোট কার দিকে? চলছে উপনির্বাচন

Aajtak Bangla | কলকাতা | 05 Sep 2023, 9:28 AM IST

বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ। বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটগ্রহণ ঘিরে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট বুথের সংখ্যা ২৬০। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৭২। ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। এদিন ভোট করাচ্ছেন মোট ১২০০ জন ভোটকর্মী। ভোটে ব্যবহার করা হচ্ছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে ভারতে আজ ৭টি আসনে উপনির্বাচন চলছে। INDIA জোট বনাম NDA জোটের কড়া টক্কর।

পিটিআই ফাইল ছবি

বিজেপি বিধায়কের মৃত্যুতে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে আজ উপনির্বাচন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার মধ্যে চলছে ভোটগ্রহণ। বুথে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। ভোটগ্রহণ ঘিরে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মোট বুথের সংখ্যা ২৬০। তার মধ্যে স্পর্শকাতর বুথ ৭২। ধূপগুড়ি কেন্দ্রে মোট ভোটার ২,৬৯,৪১৬ জন। এদিন ভোট করাচ্ছেন মোট ১২০০ জন ভোটকর্মী। ভোটে ব্যবহার করা হচ্ছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে ভারতে আজ ৭টি আসনে উপনির্বাচন চলছে। INDIA জোট বনাম NDA জোটের কড়া টক্কর। 
 

10:42 AM (2 years ago)

সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার

Posted by :- Madhurma Dev

ধূপগুড়িতে চলছে ভোটগ্রহণ। চলবে সন্ধে পর্যন্ত। সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৭ শতাংশ। শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।

10:33 AM (2 years ago)

ত্রিপুরায় উপনির্বাচনে ভোটদানের হার

Posted by :- Arindam

ত্রিপুরায় দুটি আসনে উপনির্বাচনে সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ১৮.৭১ শতাংশ। বক্সনগর ও ধনপুর আসনে চলছে ভোট। আপাতত শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটদান পর্ব। 

10:03 AM (2 years ago)

ইভিএম বিকল

Posted by :- Arindam

ধূপগুড়ি উচ্চ বিদ্যালয়ের বুথে ইভিএম বিকল হওয়ায় ভোটগ্রহণ প্রক্রিয়া দেরিতে শুরু হয়েছে। ভোটারেরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে। 

9:36 AM (2 years ago)

ঝাড়খণ্ডে INDIA বনাম NDA লড়াই

Posted by :- Arindam

ঝাড়খণ্ডের গিরিডি জেলায় ডুমরি আসনে চলছে উপনির্বাচন। এই সিটে ৩৭৩টি বুথ। ২ লক্ষ ৯৮ হাজার ৬২৯ জন ভোটার। এই কেন্দ্রে INDIA জোটের প্রার্থী বেবি দেবী ও NDA জোটের প্রার্থী যশোদা দেবী।

9:32 AM (2 years ago)

ধূপগুড়িতে কোন দলের প্রার্থী কে?

Posted by :- Arindam

বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কাশ্মীরে নিহত জওয়ানের স্ত্রী কাকলি রায়কে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী অধ্যাপক নির্মলচন্দ্র রায়। বাম-কংগ্রেস জোট প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভাওয়াইয়া গানের শিল্পী তথা শিক্ষক ঈশ্বরচন্দ্র রায়।

9:30 AM (2 years ago)

ত্রিপুরাতে দুটি আসনে উপনির্বাচন

Posted by :- Arindam

ত্রিপুরাতে দুটি আসনে চলছে উপনির্বাচন। বক্সনগর ও ধনপুর আসনে চলছে ভোট। আপাতত শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোটদান পর্ব। 

9:27 AM (2 years ago)

উপনির্বাচন শান্তিপূর্ণ ভাবেই চলছে

Posted by :- Arindam

এখনও পর্যন্ত ধুপগুড়ি বিধানসভা উপনির্বাচন শান্তিপূর্ণ ভাবেই চলছে। কোনও কোনও জায়গায় নির্বাচন শুরু দেরি হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মোতায়েন করা হয়েছে ৩০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।

9:23 AM (2 years ago)

নজরে রাজবংশী ভোট

Posted by :- Arindam

ধূপগুড়িতে রাজবংশী ভোট বড় ফ্যাক্টর। ২০২১ সালে এই ভোট গিয়েছিল বিজেপির দিকে। ২০১৬ সালে ধূপগুড়ি ছিল তৃণমূলের দখলে। সব দলই পাখির চোখ করেছে রাজবংশী ভোটকে। যার নির্যাস, কেন্দ্রের তিন প্রার্থীই রাজবংশী সম্প্রদায়ের।

9:21 AM (2 years ago)

ধূপগুড়িতে ত্রিমুখী লড়াই

Posted by :- Arindam

ধূপগুড়ি বিধানসভা আসন ছিল বিজেপির হাতে। বিধায়ক ছিলেন বিষ্ণুপদ রায়। তাঁর মৃত্যুর পর আসনটি ফাঁকা হয়ে যায়। সে কারণেই এই উপনির্বাচন হচ্ছে। তৃণমূলের প্রার্থী নির্মলচন্দ্র রায় পেশায় শিক্ষক। ভোটে লড়ছেন আরও এক শিক্ষক ইশ্বরচন্দ্র রায়, তিনি বাম-কংগ্রেস জোটের প্রার্থী। অন্যদিকে, বিজেপি প্রার্থী করেছে পুলওয়ামার শহিদ জওয়ানের স্ত্রী তাপসী রায়কে।