Advertisement

Siliguri Call Centre: শিলিগুড়িতে যুবতীর ছবি পর্নসাইটে পোস্ট করা হল ? উত্তেজনা

কোথাও বিউটি পার্লারের আড়ালে মহিলাদের এগিয়ে দিয়ে চলছে প্রতারণা চক্র। কোথাও সার্ভিস সেন্টার, কোথাও কলসেন্টারের আড়ালে চলছে ফ্রেন্ডশিপ ক্লাবের নামে প্রতারণা। পুলিশ অভিযান চালাচ্ছে, একদিকে বন্ধ হচ্ছে, ছাড়া পেয়ে এসে আবার অন্য় জায়গায় খুলে চালাচ্ছে চক্র। শিলিগুড়ি যেন প্রতারণানগরী।

ক্যাফের আড়ালে কলসেন্টারের পর্দাফাঁস শিলিগুড়িতে, যুবতীদের ছবি পর্নসাইটে পোস্টের অভিযোগ
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 17 Sep 2023,
  • अपडेटेड 9:38 PM IST
  • কল সেন্টারের আড়ালে ফ্রেন্ডশিপ ক্লাব
  • প্রতারণা চক্র ধরতে গিয়ে অবাক পুলিশ
  • নানা ব্যবসার অছিলায় চলছে প্রতারণা

Illegal Call Centre Behind Tea-Caffe: ক্যাফের আড়ালে কলসেন্টার চালানোর অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ি।ক্যাফেতে আসা মহিলাদের ছবি তুলে পর্ন সাইটে দেওয়ার অভিযোগে এক যুবককে মারধর করল উত্তেজিত জনতা। শনিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের ১৭নম্বর ওয়ার্ডে কলেজপাড়ায় শিলিগুড়ি গার্লস হাইস্কুলের সামনে। প্রসঙ্গত এই ওয়ার্ডেই বাড়ি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের। 

ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। প্রচুর লোকজন এলাকায় ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান ওয়ার্ড কাউন্সিলার মিলি সিনহা। এরপরেই শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাউন্সিলর মিলি দেবীর দাবি, তিনি ঝামেলা শুনে ঘটনাস্থলে যান। তিনি জানান, সেখানে ক্যাফেতে আসা মহিলার ছবি তুলে বিভিন্ন সাইটে পোস্ট করেছে এক যুবক বলে অভিযোগ ওঠে।

অভিযোগ, পনেরো দিন আগে এক গৃহবধূ ওই ক্যাফেতে আসেন। অভিযোগ, সেই সময় গোপনে তাঁর ছবি তুলে রাখা হয়। এরপর সেই ছবি পর্ন সাইটে দিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সম্প্রতি বিষয়টি কোনওভাবে জানতে পারেন ওই মহিলা। এরপরেই লোকজন নিয়ে দোকানে যান তিনি। হাতের কাছে পেয়ে উত্তেজিত জনতা অভিযুক্তকে মারধরও করে বলে অভিযোগ। কেউ কেউ অভিযোগ করেন ওই ক্যাফের আড়ালে অবৈধ কলসেন্টার চালানো হত। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে  শহরে আগেও অবৈধ কলসেন্টারের ব্যবসা চলত বলে অভিযোগ। যদিও শিলিগুড়ি থানার পুলিশের দাবি কোনও অভিযোগ হয়নি। গোলমাল ছিল মিটে গিয়েছে। শিলিগুড়ি থানার আইসি অনুপম মজুমদার জানান, অভিযোগ হলে খতিয়ে দেখা হবে। তবে গোলমাল চলছিল মিটিয়ে দেওয়া হয়েছে।

তবে শিলিগুড়িতে অপ্রতিরোধ্য অবৈধ কল সেন্টারগুলি। পুলিশের চোখ রাঙানিকে উপেক্ষা করে চলছে অবৈধ প্রতারণার কারবার। একের পর এক সেন্টারে হানা দিলেও বাগে আনা যাচ্ছে না। এর আগেও একাধিকবার রেড করে গ্রেফতার করা হয়েছে। হায়দরাবাদ থেকে এসে পুলিশ শিলিগুড়িতে চক্র ফাঁস করে।

Advertisement

প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে কল সেন্টার

শিলিগুড়ি শহরে দিনের পর দিন বেড়ে উঠছে কল সেন্টারের আড়ালে অবৈধ কারবার। কোথাও বা ফ্রেন্ডশিপ ক্লাব, কোথাও আবার চলছে অসামাজিক কারবার। কোথাও বিউটি পার্লারের আড়ালে চলছে কল সেন্টার। এই সমস্ত অবৈধ সেন্টার অফ ফ্রেন্ডশিপ ক্লাবের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। তবে তা সত্বেও প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে  শিলিগুড়ি শহরের কেন্দ্রবিন্দু ইসকন মন্দির রোড এলাকায় কল সেন্টার এর আড়ালে চলছিল রমরমা ফ্রেন্ডশিপ ক্লাব।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement