Advertisement

Bison Accident Dead Dooars: বাইসনের মর্মান্তিক মৃত্যু, ডুয়ার্সের রাস্তায় গাড়ির ধাক্কা

Bison Accident Dead Dooars: দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন নাগরাকাটা থানার পুলিশ এবং বনকর্তারা। বাইসনের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, গাড়িটিকে উদ্ধার থানায় নিয়ে পুলিশ।

বাইসনের মর্মান্তিক মৃত্যু, ডুয়ার্সের রাস্তায় গাড়ির ধাক্কাবাইসনের মর্মান্তিক মৃত্যু, ডুয়ার্সের রাস্তায় গাড়ির ধাক্কা
Aajtak Bangla
  • নাগরাকাটা,
  • 14 Feb 2025,
  • अपडेटेड 4:07 PM IST

Bison Accident Dead Dooars: সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্য়ু হল একটি বাইসনের। উত্তরবঙ্গের ডুয়ার্সে এই ঘটনায় শোকের ছায়া বন্যপ্রাণপ্রেমীদের মধ্যে।সেই সঙ্গে ট্রেনের মতো জঙ্গলের রাস্তাতেও গাড়ির গতি নিয়ন্ত্রণের দাবি উঠেছে স্থানীয় স্তরে। শুক্রবার সকালে ডুয়ার্সের  নাগরাকাটায় ঘটনাটি ঘটেছে।।

দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন নাগরাকাটা থানার পুলিশ এবং বনকর্তারা। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে ও চালসা রেঞ্জের রেঞ্জার প্রকাশ থাপা জানিয়েছেন, বাইসনের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গরুমারায় নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে, গাড়িটিকে উদ্ধার থানায় নিয়ে পুলিশ।

এলাকাটি নাগরাকাটা ব্লকের পানঝোরা জঙ্গল চেরা ১৭ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকায়। গাড়ির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারাল বাইসনটি। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে জঙ্গল থেকে বেরিয়ে একটি বাইসন (Indian Gaur) রাস্তা পার হতে যাচ্ছিল। সে সময় দ্রুত গতিতে আসা একটি ছোট গাড়ি বাইসনটিকে জোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইসনটির।

আরও পড়ুন

অন্যদিকে, বাইসনের সঙ্গে ধাক্কা মেরে জখম হন গাড়ির চালক। তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সুলকা পাড়া গ্রামীণ হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর নিয়ে যাওয়া হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা গেছে, গাড়ির চালক সেখানেই চিকিৎসাধীন।
 

 

Read more!
Advertisement
Advertisement