Advertisement

Malda: 'না পড়লে বাড়ি থেকে বেরিয়ে যা', সেই থেকেই নিখোঁজ ক্লাস সেভেনের ছাত্র

সারাদিন মোবাইল ফোনে গেম খেলছিল, সেই কারণে বকাবকি করতেই রাগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক কিশোর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে।

'না পড়লে বাড়ি থেকে বেরিয়ে যা', সেই থেকেই নিখোঁজ ক্লাস সেভেনের ছাত্র
Aajtak Bangla
  • মানিকচক,
  • 08 Nov 2024,
  • अपडेटेड 6:20 PM IST
  • খোঁজাখুঁজি শুরু করেছে মানিকচক থানা
  • ছেলেটা কোথায় গেল তা নিয়ে আমরা সবাই চিন্তাতে

সারাদিন মোবাইল ফোনে গেম খেলছিল, সেই কারণে বাবা মা বকাবকি করতেই রাগে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক কিশোর। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকে। ওই কিশোর ক্লাস সেভেনের ছাত্র। ২ দিন হতে চললেও তাঁর এখনও খোঁজ পাওয়া যায়নি। মানিকচক থানায় নিখোঁজ ডায়েরি করা হয়েছে।

নিখোঁজ ছাত্রের নাম নাদিম ইসলাম নাদাব। বাবার নাম নুরুল ইসলাম। মা শুকতারা বিবি। বাড়ি মালদার মানিকচকের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে বুধবার সকালে মোবাইলে গেম খেলছিল নাদিম। মা বাবা পড়াশোনার কথা বলতে গেলে রেগে ওঠে সে। বকাবকি করতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকে আর সে বাড়ি ফেরেনি। আশপাশে ও আত্মীয়দের বাড়িতেও তার খোঁজ পাওয়া যায়নি। মানিকচক থানায় মিসিং ডায়েরি করেছে নিখোঁজ ছাত্রের পরিবার। পুলিশ তদন্ত শুরু করেছে। নিখোঁজের লিখিত অভিযোগ পাওয়ার পরই নাদিমের খোঁজ শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

পরিবারের এক সদস্য জানিয়েছেন, সকালে পড়তে না বসে মোবাইলে গেম খেলছিল। ওর বাবা পড়তে বসতে বলেছিল। আর সেটা নিয়েই অশান্তি শুরু হয়। রাগে ওর বাবা ছেলেকে বলে, পড়াশোনা না করলে বাড়ি থেকে বেরিয়ে যা। তারপরেই নাদিম বাড়ি থেকে বেরিয়ে যায়। সবসময় মোবাইল নিয়ে থাকত। পড়ার কথা বললেই রেগে যেত। ছেলেটা কোথায় গেল তা নিয়ে আমরা সবাই চিন্তাতে রয়েছি।

TAGS:
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement