Advertisement

Mamata Banerjee: হঠাত্‍ BJP সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে মমতা, বললেন, 'এত বড় বাড়ি আমি দেখি নাই কখনও'

মমতার হঠাত্‍ অনন্ত মহারাজের বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কারণ, কয়েকদিন আগেই প্রকাশ্যে বিজেপি-র উপর ক্ষোভ উগরে দিয়েছেন অনন্ত মহারাজ। বলেছিলেন, 'রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি।'

মমতা বন্দ্যোপাধ্যায় ও অনন্ত মহারাজ
Aajtak Bangla
  • কোচবিহার,
  • 18 Jun 2024,
  • अपडेटेड 1:35 PM IST
  • হঠাত্‍ অনন্ত মহারাজের বাড়িতে মমতা
  • কয়েক দিন আগেই রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনন্ত মহারাজ
  • সোমবার রাতেই কোচবিহার পৌঁছন মমতা

হঠাত্‍ কোচবিহার সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সোমবার রাতেই কোচবিহার রওনা দেন তিনি। আজ অর্থাত্‍ মঙ্গলবার সকালে পুজো দিয়েছেন মদনমোহন মন্দিরে। তারপর গেলেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের(Anant Maharaj) বাড়িতে। বাড়িতে রাজবংশীয় উত্তরীয় পরিয়ে মুখ্যমন্ত্রীকে বাড়িতে স্বাগত জানালেন অনন্ত মহারাজ। অনন্ত মহারাজের প্রাসাদ দেখে মমতা বললেন, 'এত বড় বাড়ি আমি দেখি নাই কখনও।'

হঠাত্‍ অনন্ত মহারাজের বাড়িতে মমতা

কিন্তু হঠাত্‍ বিজেপি-র রাজ্যসভা সাংসদের বাড়িতে কেন গেলেন মমতা? এদিন অনন্ত মহারাজের, 'কী উদ্দেশ্যে আসছেন, আমাকে বলেননি। সকালে শুনলাম উনি আসছেন। এই প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমার বাড়িতে আসছেন। আগে যদি জানতাম, অন্যরকম ব্যবস্থা করতাম। আজ ভোরবেলা জানলাম।' তবে মমতার আগমনে তিনি খুশি বলেই জানালেন নগেন্দ্র রায় তথা অনন্ত মহারাজ। প্রসঙ্গত,  কলকাতায় দাঁড়িয়ে সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, কোচবিহারে তাঁর একটি বিশেষ কাজ রয়েছে। তিনি কোচবিহার যাবেন। এরপরেই আজ অনন্ত মহারাজের বাড়িতে মমতা। 

কয়েক দিন আগেই রাজ্য বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অনন্ত মহারাজ

মমতার হঠাত্‍ অনন্ত মহারাজের বাড়িতে যাওয়া নিয়ে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কারণ, কয়েকদিন আগেই প্রকাশ্যে বিজেপি-র উপর ক্ষোভ উগরে দিয়েছেন অনন্ত মহারাজ। বলেছিলেন, 'রাজ্য বিজেপি আমাকে ডাস্টবিনে রেখে দিয়েছে। কেউ কোনও যোগাযোগই রাখেন না। প্রার্থী বাছাই নিয়েও আলোচনা করা হয়নি।' এমনকী কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের হয়ে প্রচারেও দেখা যায়নি অনন্ত মহারাজকে।

সোমবার রাতেই কোচবিহার পৌঁছন মমতা

সোমবার রাতে কোচবিহারে সার্কিট হাউসে রাতে ছিলেন মুখ্যমন্ত্রী। এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি।  সঙ্গে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, নবনির্বাচিত তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া, কোচবিহারের তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষ, উদয়ন গুহ, পার্থপ্রতিম বিশ্বাসরাও। মদনমোহন মন্দিরে পুজো, অঞ্জলি দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়ে মমতা চলে যান অনন্ত মহারাজের বাড়িতে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement