Advertisement

Malbazar Hacking: নিজের মা-বোনকে কুপিয়ে পড়শিকে ধারালো অস্ত্রের কোপ মালবাজারে

শনিবার সকালে পরিবারের সঙ্গে তুমুল বচসার পর হঠাৎই ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র তুলে নেয় সরতাজ। প্রথমে নিজের মা ও বোনের উপর হামলা চালায়। তাঁদের চিৎকারে প্রতিবেশী গুলাব আনসারি (বয়স প্রায় ৫০) উদ্ধার করতে এলে তাকেও আঘাত করে সরতাজ।

Aajtak Bangla
  • মালবাজার,
  • 08 Nov 2025,
  • अपडेटेड 3:55 PM IST

পারিবারিক বিবাদের জেরে চাঞ্চল্যকর হামলার ঘটনা জলপাইগুড়ি জেলার ডামডিমের তাজিয়া মোড় এলাকায়। শনিবার সকালে পারিবারিক অশান্তির জেরে নিজের মা, বোন এবং প্রতিবেশীর উপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায় সরতাজ আনসারি নামে এক যুবক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযুক্ত সরতাজ আনসারি (বয়স ৩৫) পেশায় টোটো চালক। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই সে মানসিকভাবে অসুস্থ। টোটো চালকদের সঙ্গেও সামান্য কারণে ঝামেলা বাঁধলেই হাত তুলত বলে অভিযোগ।

শনিবার সকালে পরিবারের সঙ্গে তুমুল বচসার পর হঠাৎই ক্ষিপ্ত হয়ে ধারাল অস্ত্র তুলে নেয় সরতাজ। প্রথমে নিজের মা ও বোনের উপর হামলা চালায়। তাঁদের চিৎকারে প্রতিবেশী গুলাব আনসারি (বয়স প্রায় ৫০) উদ্ধার করতে এলে তাকেও আঘাত করে সরতাজ।

আরও পড়ুন

এরপর স্থানীয়রা মিলে অভিযুক্তকে ধরে ফেলে এবং খবর দেয় পুলিশে। মালবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সরতাজকে গ্রেপ্তার করে। আহতদের দ্রুত মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে প্রাথমিক চিকিৎসার পর সরতাজের মা এবং প্রতিবেশী গুলাব আনসারিকে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সরতাজ কিছুদিন ধরে অস্বাভাবিক আচরণ করছিল। পুলিশের তরফে ঘটনার তদন্ত শুরু হয়েছে। মানসিক ভারসাম্যহীনতা না কি অন্য কোনও পারিবারিক কারণে এই নৃশংস হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Read more!
Advertisement
Advertisement