Advertisement

Father Rape Daughter Tufangunj: নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা, তুফানগঞ্জ তোলপাড়

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’ শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

 নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা, তুফানগঞ্জ তোলপাড় নিজের নাবালিকা মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা, তুফানগঞ্জ তোলপাড়
Aajtak Bangla
  • তুফানগঞ্জ,
  • 07 Sep 2025,
  • अपडेटेड 12:51 AM IST

Father Rape Daughter Tufangunj: ফাঁকা বাড়ির সুযোগে নিজেরই পনেরো বছর বয়সী মেয়েকে লাগাতার ধর্ষণ করলেন বাবা! এমনই চাঞ্চল্যকর ও মর্মান্তিক অভিযোগ উঠেছে কোচবিহারের তুফানগঞ্জে। স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। তারই ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

তুফানগঞ্জের এসডিপিও কে মনোজ কুমার বলেন, ‘অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’ শুক্রবার নাবালিকার শারীরিক পরীক্ষার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাটি তুফানগঞ্জ-১ ব্লকের নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের। স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। ওই নাবালিকা স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে। ফাঁকা বাড়ির সুযোগে মাঝেমধ্যে মেয়েকে ধর্ষণ করত বাবা। ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তাই ভয়ে এতদিন কাউকে কিছু জানায়নি সে।

আরও পড়ুন

সম্প্রতি মেয়ের শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় মায়ের। মেয়েকে চেপে ধরতে সে বাবার কুকীর্তির কথা মাকে জানায়। এরপর তিনি রাতেই স্বামীর নামে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন। নাবালিকার মা বললেন, "স্বামীর মদ খাওয়া নিয়ে সংসারে অশান্তি ছিলই। কিন্তু নিজেরই মেয়ের সঙ্গে যে এমন করবে, সেটা কল্পনাও করতে পারিনি। অভিযুক্তের শাস্তির দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছি।"

 

Read more!
Advertisement
Advertisement