Advertisement

Dooars Elephant Viral Video: 'আর্থমুভার নিয়ে হাতির সঙ্গে লড়াই' ভাইরাল ভিডিওর চালককে গ্রেফতার করল পুলিশ

আর্থমুভার দিয়ে হাতিকে ধাক্কা ও উত্যক্ত করার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করেছিল একটি পশুপ্রেমী সংগঠন।  আর তার জেরে ওউ আর্থমুভার চালককে গ্রেফতার করল মালবাজার থানার পুলিশ।

'আর্থমুভার নিয়ে হাতির সঙ্গে লড়াই' ভাইরাল ভিডিওর চালককে গ্রেফতার করল পুলিশ'আর্থমুভার নিয়ে হাতির সঙ্গে লড়াই' ভাইরাল ভিডিওর চালককে গ্রেফতার করল পুলিশ
Aajtak Bangla
  • মালবাজার,
  • 03 Feb 2025,
  • अपडेटेड 8:35 PM IST

ডুয়ার্সের মালবাজারের ডামডিমে দুদিন ধরে একটি হাতিকে উত্যক্ত করার ভিডিও ভাইরাল হয়েছে। যা সামনে আসার পর হইচই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ভাইরাল হওয়ার গুনাহগার গুণতে হল ভিডিওতে দেখা যাওয়া এক আর্থমুভার চালককে। 

আর্থমুভার দিয়ে হাতিকে ধাক্কা ও উত্যক্ত করার অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করেছিল একটি পশুপ্রেমী সংগঠন।  আর তার জেরে ওউ আর্থমুভার চালককে গ্রেফতার করল মালবাজার থানার পুলিশ। পাশাপাশি আর্থমুভারটিও বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার ডুয়ার্সের পূর্ব ডামডিমে আপালচাঁদ বনাঞ্চল থেকে বের হয়ে আসা একটি বুনো হাতিকে  উত্যক্ত করতে থাকে স্থানীয় কিছু মানুষ। শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে হাতিটি একটি ওয়াচটাওয়ারে ধাক্কা মারে। তখন নজরমিনারটির উপরে ছিলেন পর্যটকরাও। দেখা যায় ওয়াচ টাওয়ারের একটা তলের সিঁড়ি ভেঙে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত সকলে। পরে হাতিটি নিজেই সরে অন্য দিকে চলে যায়। এরপর একটি আর্থমুভার নিয়ে এসে হাতিটিকে আক্রমণ করা হয়। হাতিটিও উত্তেজিত হয়ে আর্থমুভারটিতে ধাক্কা দেয়। এতে জখমও হয় হাতিটি ।

আরও পড়ুন

বিষয়টি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গেই, গ্রিন ডুয়ার্স ফাউন্ডেশন ও মাউন্টেন ট্রেকার ফাউন্ডেশনের পক্ষ থেকে মালবাজারে বন দফতরের রেঞ্জারের কাছে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়। অভিযোগ দায়ের করা হয় থানাতেও। তার প্রেক্ষিতেই পদক্ষেপ করল পুলিশ।

 

Read more!
Advertisement
Advertisement