Advertisement

Kulik Express: মালদা-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে আগুন, আতঙ্ক

Kulik Express: ডাউন ১৩০৫৪ কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন লগ খবর পেয়ে নড়েচড়ে বসে রেল। ধোঁয়া দেখতে পেয়ে তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেনটি।

মালদা-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে আগুন, আতঙ্কমালদা-রাধিকাপুর কুলিক এক্সপ্রেসে আগুন, আতঙ্ক
Aajtak Bangla
  • মালদা,
  • 03 Feb 2024,
  • अपडेटेड 12:29 PM IST

Kulik Express: রাধিকাপুর থেকে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। সকাল সাড়ে ৯টা নাগাদ খালতিপুর স্টেশন ছাড়ার পর ওই ট্রেনের চাকায় ধোঁয়া দেখা যায়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

ডাউন ১৩০৫৪ কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন লগ খবর পেয়ে নড়েচড়ে বসে রেল। ধোঁয়া দেখতে পেয়ে তড়িঘড়ি থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। জানা যাচ্ছে, মালদহ ডিভিশনের খালতিপুর চামাগ্রাম স্টেশনের কাছে একটি সাধারণ কোচের ‘ব্রেক বাইন্ডিং’-এ আগুন লেগেছিল। ট্রেনটি যখন খালতিপুর স্টেশন সংলগ্ন জায়গায়, তখন ধোঁয়া দেখা যায়। সকাল ৯টা ৩১ মিনিট নাগাদ ট্রেনটি দাঁড়িয়ে যায়। শুরু হয় আগুন নেভানোর তোড়জোড়।

 
 

সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পরে ১০টা ১৪ মিনিট নাগাদ ট্রেনটি পুনরায় যাত্রা শুরু করে। রেল সূত্রে খবর, ওই দুর্ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ত্রুটি মেরামত করে পরে গন্তব্যের দিকে রওনা দিয়েছে ট্রেনটি।

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement