Advertisement

Sourav Ganguly: উত্তরবঙ্গের দুর্গতদের পাশে সৌরভ, ২২ হাজার পরিবারের কাছে পাঠালেন ত্রাণ সামগ্রী

উত্তরবঙ্গে বন্যায় বিধ্বস্ত পরিবারগুলিকে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই প্রথম নয়, করোনা মহামারির সময়ও মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত ২২ হাজার পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন প্রাক্তন অধিনায়ক। 

সৌরভ গঙ্গোপাধ্যায়সৌরভ গঙ্গোপাধ্যায়
অনির্বাণ সিংহ রায়
  • কলকাতা,
  • 09 Oct 2025,
  • अपडेटेड 7:11 PM IST

উত্তরবঙ্গে বন্যায় বিধ্বস্ত পরিবারগুলিকে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই প্রথম নয়, করোনা মহামারির সময়ও মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। এবার উত্তরবঙ্গে ক্ষতিগ্রস্ত ২২ হাজার পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন প্রাক্তন অধিনায়ক।

ইসকনের মাধ্যমে শুকনো খাবারদাবার, চাল, ডাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী সাতদিন চলার মতো খাবার পাঠানো হচ্ছে। এই সময়ে উত্তরবঙ্গের মানুষের পাশে দাঁড়ানো উচিত বলে মন্তব্য করেন সৌরভ। বলেন, "উত্তরবঙ্গের মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। আমি সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।"

বরাবরেরই দুঃস্থ মানুষদের সেবা করে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশন। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ প্রদান তাঁর এই উদ্যোগের লক্ষ্য ক্ষতিগ্রস্তদের দুঃখ-দুর্দশা লাঘব করা। এই কঠিন সময়ে আশার আলো দেখানো।

প্রসঙ্গত, উত্তরবঙ্গে বন্যায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৮ জন। লাগাতার বৃষ্টি হয়েছে নেপাল ও ভুটানেও। তার জেরে সেই দুই দেশ থেকে অনেক দেহ মিলেছে উত্তরবঙ্গের নদীগুলোতে। মঙ্গলবার মিরিকের দুধিয়ায় বন্যায় মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের আর্থিক সাহায্য করেন। মিরিকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ১৬ জন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রীও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরাও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিনেতা দেব, প্রসেনজিৎ সহ টলিউড ইন্ডাস্ট্রি। এছাড়া, রাজনৈতিক দলগুলিও ত্রাণ সামগ্রী পাঠায়।

Read more!
Advertisement
Advertisement