Advertisement

Helicopter Landed In Jalpaiguri Village: পাড়ায় হঠাত্‍ হেলিকপ্টার নামছে, আতঙ্কে জলপাইগুড়ির গ্রাম

Helicopter Landed In Jalpaiguri Village: পাড়ায় হঠাত্‍ হেলিকপ্টার নামছে, আতঙ্কে জলপাইগুড়ির গ্রাম। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যার মুখে আচমকাই একটি হেলিকপ্টার নেমে পড়ে রাজগঞ্জের ফুলতিপাড়া এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা।

পাড়ায় হঠাত্‍ হেলিকপ্টার নামছে, আতঙ্কে জলপাইগুড়ির গ্রাম
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Feb 2023,
  • अपडेटेड 10:14 AM IST
  • পাড়ায় হঠাত্‍ হেলিকপ্টার নামছে
  • আতঙ্কে জলপাইগুড়ির গ্রাম

Helicopter Landed In Jalpaiguri Village: বৃহস্পতিবার সন্ধ্যার বসন্তের পড়ন্ত বেলায় অলস সময় কাটাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। আচমকা আকাশ থেকে প্রচন্ড শব্দ করে মাটিতে নেমে এল কি? কয়েক মুহূর্ত হতভম্ব হয়ে পড়েন এলাকার লোকজন। সম্বিৎ ফিরতেই দেখলেন একটা মস্ত হেলিকপ্টার নেমে আসছে গোঁত্তা খেয়ে। এলাকায় হঠাৎ হেলিকপ্টার নামতে দেখে মুহূর্তে ভিড় জমে গেল এলাকায়। কেউ বলছেন, শুটিং হবে। কেউ ভাবছে ভিআইপি কেউ এল নাকি? নানা জল্পনার মাঝেই উদ্বেগও কম ছিল না। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তে খবর কানে যায় পুলিশেরও। তাঁরাও ছুটে আসেন এলাকায়। জলপাইগুড়ির শিকারপুর এলাকায় বৃহস্পতিবার পড়ন্ত বিকেলে রীতিমতো এক কাণ্ড ঘটে গেল হেলিকপ্টারকে ঘিরে।

আরও পড়ুনঃ মালদা-গুজরাত হোলি স্পেশাল ট্রেন, জানুন কবে কখন চলবে

ঘটনা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যার মুখে আচমকাই একটি হেলিকপ্টার নেমে পড়ে রাজগঞ্জের ফুলতিপাড়া এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিকটবর্তী বেলাকোবা পুলিশ ফাঁড়িতে। খবর যায় রাজগঞ্জ থানাতেও। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয় পুলিশ। অন্যদিকে গ্রামে হেলিকপ্টার নামার খবর পৌঁছয় রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের কাছেও। তিনিও ছুটে যান এলাকায়।

স্থানীয় বাসিন্দারা জানান প্রথমে আমাদের চা বাগানের ওপর দিয়ে দুই চক্কর কাটে হেলিকপ্টারটি। এরপর নীচে নেমে পড়ে। বেরিয়ে আসেন পাইলট। তিনি আমার কাছ থেকে স্থানীয় পুলিশ স্টেশনের ফোন নম্বর চাইলে আমি ওনাকে দিয়ে দিই। এরপর তিনি থানায় যোগাযোগ করেন। পাইলট ছাড়াও হেলিকপ্টারে আরও দু'জন ছিল। খবর চাউর হতেই হাজার হাজার গ্রামবাসী চলে আসেন।

রাজগঞ্জ থানার আই সি পঙ্কজ সরকার জানিয়েছেন প্রাথমিক ভাবে জানা গেছে সন্ধ্যা লাগায় দৃশ্যমানতা কমে যাওয়ার কারনে হেলিকপ্টারটি ফুলতি পাড়ায় জরুরী অবতরণ করেছে। জানা গিয়েছে, সেনাবাহিনীর হেলিকপ্টারটি গুয়াহাটি থেকে বাগডোগরা যাচ্ছিল। পাইলট সহ মোট ৩ জন ছিল। 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement