Advertisement

Kaliachawk Brown Sugar Factory: কালিয়াচকে আমবাগানে গোপন মাদক কারখানার হদিশ, গ্রেফতার ৫

Kaliachawk Brown Sugar Factory: দুপুরে সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, কালিয়াচক থানার পুলিশের কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর আসে যে, নয়াগ্রামের একটি বাগানের ভেতরে মাদক প্রস্তুতির কাজ চলছে। সেই তথ্যের ভিত্তিতেই রাতে বিশেষ দল পাঠানো হয়।

Aajtak Bangla
  • কালিয়াচক (মালদা),
  • 25 Jan 2026,
  • अपडेटेड 7:42 PM IST

Kaliachawk Brown Sugar Factory: কালিয়াচকে ফের সক্রিয় হয়ে উঠেছিল মাদক চক্র। তবে পুলিশের কড়া নজরদারিতে ভেস্তে গেল ব্রাউন সুগার তৈরির গোপন ছক। শনিবার গভীর রাতে কালিয়াচকের মহেশপুর নয়াগ্রাম এলাকার একটি আম ও লিচু বাগানে ঝটিকা অভিযান চালিয়ে প্রায় ২ কেজি ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।

রবিবার মালদা জেলা পুলিশের পক্ষ থেকে এই সাফল্যের কথা জানানো হয়। দুপুরে সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, কালিয়াচক থানার পুলিশের কাছে নির্ভরযোগ্য সূত্রে খবর আসে যে, নয়াগ্রামের একটি বাগানের ভেতরে মাদক প্রস্তুতির কাজ চলছে। সেই তথ্যের ভিত্তিতেই রাতে বিশেষ দল পাঠানো হয়।

অভিযানের সময় বাগানের ভিতর থেকে ব্রাউন সুগার তৈরির বিভিন্ন সরঞ্জামের পাশাপাশি বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। ধৃতদের নাম মহম্মদ তসলিম (৫৯), মহম্মদ আবদুল্লাহ (২৬), রাজীব শেখ (২৩), মহম্মদ তাজেল (৩৯) ও মুরসেলিম (৪৪)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মুরসেলিম কালিয়াচকের ইমামজাগির এলাকার বাসিন্দা। বাকি চারজন মহেশপুর নয়াগ্রামের স্থানীয় বাসিন্দা। সকলকেই রবিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। এই মাদকচক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জেরায় এই চক্রের সঙ্গে যুক্ত আরও কয়েকজনের নাম উঠে এসেছে। পুলিশের অনুমান, উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ ব্রাউন সুগার কালিয়াচক থেকে ভিন রাজ্য কিংবা সীমান্ত পেরিয়ে পাচারের ছক ছিল। চক্রের মূল মাথাদের খোঁজে তল্লাশি চলছে।

 

Read more!
Advertisement
Advertisement