Advertisement

Malda SIR Suicide: মালদায় SIR শুনানিতে ডাক পেয়ে আত্মঘাতী মহিলা, দাবি পরিবারের

Malda SIR Suicide: বানোতির স্বামী সোমেশ রাজবংশী জানান, প্রয়োজনীয় কাগজপত্র বারবার চাইতেই তাঁর স্ত্রী আতঙ্কে ভুগছিলেন। নথি না মেলাতেই মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর।

SIR-এর প্রয়োজনীয় নথি নেই, মালদায় আতঙ্কে বিষপান করে আত্মঘাতী মহিলাSIR-এর প্রয়োজনীয় নথি নেই, মালদায় আতঙ্কে বিষপান করে আত্মঘাতী মহিলা
Aajtak Bangla
  • মালদা,
  • 16 Jan 2026,
  • अपडेटेड 8:40 PM IST

Malda SIR Suicide: রাজ্যে যখন SIR ফর্ম নিয়ে উদ্বেগ–চাপা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সময় মালদায় মৃত্যু হল রাজবংশী সম্প্রদায়ের এক মহিলার। পরিবারের দাবি, প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে না পেরে আতঙ্কে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা। ঘটনার পরেই শুরু হয়েছে রাজনৈতিক দোষারোপ।

মৃত মহিলার নাম বানোতি রাজবংশী (৩৬)। মালদার মঙ্গলবাড়ি অঞ্চলের কামঞ্চ এলাকায় তাঁর বসবাস। পরিবারের দাবি, বানোতির কাছে SIR ফর্ম ফিল-আপের জন্য জরুরি নথিগুলি ছিল না। এমনকী বাবা-মায়ের মৃত্যু সনদ বা নিজের জন্মের শংসাপত্রও ছিল না তাঁর কাছে।

বানোতির স্বামী সোমেশ রাজবংশী জানান, প্রয়োজনীয় কাগজপত্র বারবার চাইতেই তাঁর স্ত্রী আতঙ্কে ভুগছিলেন। নথি না মেলাতেই মঙ্গলবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শুক্রবার সকালে মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন

পরিবারের আরও অভিযোগ, বানোতির বাপের বাড়ির কিছু জমির কাগজ প্রয়োজন ছিল। সেই কাগজ দিতে রাজি ছিলেন না তাঁর কাকা ও অন্যান্য আত্মীয়রা। ফলে গত কয়েকদিন ধরে মানসিক চাপ বাড়ছিল বানোতির।

ঘটনার পর তৃণমূল কংগ্রেস সরাসরি বিজেপি ও নির্বাচন কমিশনকে দায়ী করেছে। মালদা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর অভিযোগ, নির্বাচন কমিশনকে ব্যবহার করে মানুষের উপর চাপ তৈরি করছে বিজেপি। অকারণে নোটিশ পাঠানো হচ্ছে।

তবে BJP-র দাবি, এ সব তৃণমূলের ব্যর্থতা। অন্য রাজ্যে কোথাও এমন হচ্ছে না। SIR ফর্ম নিয়ে রাজ্যে আতঙ্ক ছড়ানোয় সাধারণ মানুষের মধ্যে চাপা অসন্তোষ বাড়ছে। মালদার এই মৃত্যুর ঘটনা সেই আতঙ্ককে আরও বাড়িয়ে দিল।

Read more!
Advertisement
Advertisement