Advertisement

Bengal Safari Park: অবশেষে বদলে গেল বেঙ্গল সাফারির দুই সিংহের নাম, নতুন নাম কি?

Bengal Safari Park: চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার (Tripura) সিপাইজলা চিড়িয়াখানা থেকে সিংহজুটিকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সেই সময় তাদের নাম ছিল আকবর ও সীতা। সেইসময় থেকেই ওই নাম নিয়ে বিতর্ক শুরু হয়। বিশ্ব হিন্দু পরিষদ এই নামের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে।

অবশেষে নাম বদলাল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে দুই সিংহেরঅবশেষে নাম বদলাল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে দুই সিংহের
Aajtak Bangla
  • জলপাইগুড়ি,
  • 01 Aug 2024,
  • अपडेटेड 11:24 PM IST

Bengal Safari Park: সিংহের নাম আকবর, আর তার সঙ্গিনীর নাম সীতা, এই নিয়েই তৈরি হয়েছিল বিতর্ক। উঠেছিল ঘোর আপত্তি। সিংহীর নাম সীতা রাখায় হাইকোর্টে মামলাও দায়ের হয়। সিংহীর নাম বদল চেয়ে মামলা করে বিশ্ব হিন্দু পরিষদ। তারপর থেকে বিতর্ক ছিলই। নাম বদল হবে কি না তা নিয়ে দীর্ঘ গড়িমসির পর অবশেষে নাম বদলেই গেল দুই সিংহের।

অবশেষে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের (Bengal Safari) জোড়া সিংহে নাম পরিবর্তন করা হল। ‘আকবর’ (Akbar)-এর নাম হল সুরজ এবং ‘সীতা’র (Sita) নাম বদলে ‘তনয়া’। এখন থেকে এই নামেই পরিচিত হবে সাফারির সিংহজুটি। নাম পরিবর্তনের বিষয়টি সংবাদমাধ্যমে জানিয়েছেন রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়দীপ চৌধুরি। তাঁর বক্তব্য, ‘আদালতে মামলায় প্রমাণিত হয়েছে যে সিংহজুটির নাম এ রাজ্যে রাখা হয়নি। আদালতের নির্দেশমতো নাম পরিবর্তন করা হয়েছে।’

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার (Tripura) সিপাইজলা চিড়িয়াখানা থেকে সিংহজুটিকে নিয়ে আসা হয়েছিল শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে। সেই সময় তাদের নাম ছিল আকবর ও সীতা। সেইসময় থেকেই ওই নাম নিয়ে বিতর্ক শুরু হয়। বিশ্ব হিন্দু পরিষদ এই নামের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে। শুরু হয় বিতর্ক।

আরও পড়ুন

এরপর বেঙ্গল সাফারি থেকে ফাইল যায় রাজ্য বন দফতরের কাছে। অরণ্য ভবন থেকে ওই ফাইল যায় নবান্নে। এরপর নবান্নের সবুজ সংকেত মিলতেই সিংহজুটির নাম পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। এখন থেকে সুরজ ও তনয়া নামেই পরিচিত হবে সাফারির এই সিংহ জুটি।

ত্রিপুরার বিশালগড়ে অবস্থিত সিপাহিজালা জ়ুলজিক্যাল পার্ক থেকে গত ১২ ফেব্রুয়ারি শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে পৌঁছয় এই সিংহ ও সিংহী। সব ঠিক ছিল। কিন্তু, সিংহ দম্পত্তির নাম নিয়ে শুরু হয় বিতর্ক। সিংহীর নাম সীতা এবং সিংহের নাম আকবর হওয়ায় ভাবাবেগে আঘাত লাগছে বলে অভিযোগ ওঠে। এই সীতা নামেই তীব্র আপত্তি রয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। তাই তাঁরা সীতা নামের বদল চেয়ে কলকাতা হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে মামলা দায়ের করে। 

Advertisement

তবে নাম তো বদল হয়েছে। এবার নতুন নামে কতদিনে ধাতস্ত হয় এই পশুরাজ জুটি, তা দেখতে হবে।
 

 

Read more!
Advertisement
Advertisement