Advertisement

Durga Puja 2025 Weather: ভাসছে দক্ষিণবঙ্গ, পুজোর ক'দিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

Durga Puja 2025 Weather: ইতিমধ্যে উত্তরে দুর্যোগে বিধ্বস্ত সিকিম। দফায় দফায় ধস জনজীবন বিপর্যস্ত করেছে। উত্তর সিকিমে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়তে শুরু করেছে তিস্তার জল। একই ভাবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা নিয়ে মাথার চুল ছিঁড়ছেন উত্তরবঙ্গবাসী। কারণ পুজো প্রায় ঢুকেই গিয়েছে।

ভাসছে দক্ষিণবঙ্গ, পুজোর ক'দিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?ভাসছে দক্ষিণবঙ্গ, পুজোর ক'দিন উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Aajtak Bangla
  • শিলিগুড়ি,
  • 25 Sep 2025,
  • अपडेटेड 4:02 PM IST

North Bengal Weather Forecast Durga Puja 2025: গত কয়েক দিন ধরেই' টানা বৃষ্টি চলছে দক্ষিণবঙ্গে। কলকাতা ও আশপাশের এলাকা জলমগ্ন। বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গেও। অবশেষে বুধবার থেকে খানিক রোদের দেখা মিলেছে। হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে। 

ইতিমধ্যে উত্তরে দুর্যোগে বিধ্বস্ত সিকিম। দফায় দফায় ধস জনজীবন বিপর্যস্ত করেছে। উত্তর সিকিমে পর্যটকদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়তে শুরু করেছে তিস্তার জল। একই ভাবে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও দুর্যোগের সম্ভাবনা নিয়ে মাথার চুল ছিঁড়ছেন উত্তরবঙ্গবাসী। কারণ পুজো প্রায় ঢুকেই গিয়েছে।

এখনও মেঘের চাদরে ঢাকা উত্তরবঙ্গ, তবে আপাতত নেই তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা। সপ্তাহের মাঝামাঝি কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকলেও, বড়সড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন

আবহাওয়া দফতরের সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরের কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। শুক্রবার দার্জিলিং ও জলপাইগুড়ির পাশাপাশি কোচবিহারেও সতর্কতা জারি করা হয়েছে। শনিবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ছড়িয়ে ছিটিয়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পাহাড়ি এলাকা হওয়ায় সাধারণত অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা থেকেই যায়, তবে এই মুহূর্তে উত্তরবঙ্গের জন্য স্বস্তির খবর দিচ্ছে হাওয়া অফিস। পর্যটন মরসুমের প্রাক্কালে এই পরিস্থিতি খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলাচ্ছে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের।

বাকি বাংলার তুলনায় এখনই বড়সড় দুর্যোগের তেমন সম্ভাবনা না থাকলেও, হাওয়া অফিসের পরামর্শ, স্থানীয় মানুষজন ও প্রশাসন যেন সতর্ক থাকেন, কারণ বর্ষার শেষে আবহাওয়া আচমকাই বদলাতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement