Advertisement

Raigunj Rape And Secret Photo Publish Case: নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও আপত্তিকর ছবি ভাইরালের অভিযোগ রায়গঞ্জে, গ্রেফতার যুবক

Raigunj Rape And Secret Photo Publish Case: ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্টে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।

নাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও আপত্তিকর ছবি ভাইরালের অভিযোগ রায়গঞ্জে, গ্রেফতার যুবক।   প্রতীকী ছবিনাবালিকাকে অপহরণ, ধর্ষণ ও আপত্তিকর ছবি ভাইরালের অভিযোগ রায়গঞ্জে, গ্রেফতার যুবক। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • রায়গঞ্জ,
  • 04 Apr 2025,
  • अपडेटेड 5:16 PM IST

Raigunj Rape And Secret Photo Publish Case: নাবালিকা ছাত্রীকে অপহরণ করে টানা ধর্ষণ ও তার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি রায়গঞ্জ থানার ভাটোল ফাঁড়ি এলাকায়।

ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। বৃহস্পতিবার রায়গঞ্জ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ কোর্টে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। রায়গঞ্জ জেলা আদালতের পকসো কোর্টের সরকারি আইনজীবী অজয় দাস সংবাদমাধ্যমকে জানান, নাবালিকাকে রাস্তা থেকে অপহরণ করে অন্যত্র লুকিয়ে রেখে ধর্ষণ করে ওই তরুণ। আর ওই নাবালিকার নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়। সেই ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করে রায়গঞ্জ মহিলা থানার পুলিশ। বিচারক এদিন জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন।’

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পনেরো বছরের ওই নাবালিকাকে কিছুদিন আগে রাস্তা থেকে তুলে নিয়ে যায় ওই যুবক। তাকে নিয়ে গিয়ে বিহারে তারই এক আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখে। লাগাতার ধর্ষণ ও একাধিক নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। সেই ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি অপহৃত নাবালিকাকে উদ্ধার করে রায়গঞ্জ থানায় নিয়ে আসা হয়।

আরও পড়ুন

ওই নাবালিকার বাবা সংবাদমাধ্যমকে জানিয়েছন, ‘আমার মেয়েকে গত মার্চ মাসের ৬ তারিখে ওই দুষ্কৃতী অপহরণ করে বিহারে লুকিয়ে রাখে। তাকে একমাস ধরে লাগাতার ধর্ষণের পাশাপাশি, মেয়ের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। অভিযুক্ত তরুণের জন্যই আমার মেয়ের এবার মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়নি। আমি চাই দৃষ্টান্তমূলক শাস্তি।’

 

Read more!
Advertisement
Advertisement